ড্রাফটিং সেটিং করার জন্য নিম্ন লিখিত পদ্ধতি অবলম্বন করতে হবে-
পারদর্শিতার মানদন্ড :
১. স্বাস্থ্য বিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই) পরিধান করা;
২. প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা;
৩. কাজের প্রয়োজন অনুযায়ী টুলস, মেটেরিয়ালস ও ইকুইপমেন্ট সংগ্রহ ও প্রস্তুত করা;
৪. কাজের নিমিত্তে কম্পিউটার অন করা;
৫. কাজের ধাপ অনুসরন করে ড্রাফটিং সেটিং করা;
৬. কাজের শেষে যথা নিয়মে কম্পিউটার শাটডাউন করা;
৭. কাজের স্থান ও যন্ত্রপাতি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং
৮. চেক লিষ্ট অনুযায়ী যথা স্থানে সংরক্ষন করা;
ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম(PPE):
প্রয়োজনীয় যন্ত্রপাতি ( Required Equipment):
কাজের ধাপ:
১. ড্রাফটিং সেটিং করতে হলে ক্ষিনে Dsetting লিখে Enter করলে Drafting Setting নিচের চিত্রের মত ডায়ালগ বক্স চলে আসবে।
সতর্কতা:
১. কাজের সময় মাস্ক ব্যবহার করবো।
২. কাজের সময় সঠিক নিয়মে বসবো।
৩. ড্রয়িং করার স্থানে পযাপ্ত লাইটিং এর ব্যবস্থা করে নিব।
৪. কাজের সময় কম্পিউটার হতে নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে বসবো।
৫. প্রয়োজন হলে চোখের নিরাপত্তার জন্য সেফটি গগলস পরবো।
৬. কাজের সময় ইউ.পি.এস এর সাপোর্ট/ল্যাপটপ এর ব্যাটারি চার্জ চেক করে নিব।
অর্জিত দক্ষতা: অটোক্যাড ইন্সটল করার দক্ষতা অর্জন হয়েছে। যা বাস্তব ক্ষেত্রে যথাযথ ভাবে প্রয়োগ করা সম্ভব হবে।
Read more