১. কয়টি পদ্ধতিতে হাঁস পালন করা হয়?
২. রেঞ্জ বা রান কী?
৩. কয়েকটি জীবাণুনাশকের নাম লেখ ।
৪. ব্রুডিং কী?
৫. লেষ্টিং পদ্ধতিতে প্রতিটি ফ্লকে কতটি হাঁস থাকে?
৬. ১ম সপ্তাহে ব্রুডার ঘরের তাপমাত্রা কত ডিগ্রি রাখতে হবে?
১. লেন্টিং পদ্ধতির সুবিধাসমূহ লেখ।
২. মেঝেতে হাঁস পালনের সুবিধাগুলো লেখ।
৩. বয়স অনুযায়ী ব্রুডার ঘরের তাপমাত্রা লেখ ।
৪. "অল ইন অল আউট” পদ্ধতি সংক্ষেপে দেখ ।
৫. ব্রুডিং কেন করা হয়?
১. হাঁস পালনের পদ্ধতিগুলো আলোচনা করো ।
২. থার্মোমিটার ছাড়া ব্রুডার ঘরে স্বাভাবিক তাপমাত্রা আছে কি না কীভাবে তা বোঝা যায় বর্ণনা করো ।
৩. বাচ্চা উঠানোর আগে ব্রুডার ঘর প্রস্তুতকরণ সম্পর্কে বিস্তারিত লেখ ।
৪. হাঁসের ঘর জীবাণুমুক্ত করার ধাপগুলো আলোচনা করো ।
৫. বাসস্থান এবং এর পারিপার্শ্বিকের স্বাস্থ্যসম্মত পরিবেশ বাজায় রাখার কৌশল লেখ ।
Read more