অফসেট সেকশন (Offset section):
সেকশান ভিউতে কাটিং প্লেন লাইনকে সাধারনত বস্তুর মাঝামাঝি সোজা কল্পনা করা হয়, তদুপুরি কোনো কোনো ক্ষেত্রে বস্তুর বিভিন্ন অভ্যন্তরীণ গঠন পরিষ্কার ভাবে বুঝার জন্য কাটিং প্লেন লাইনকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দিকে ঘুরিয়ে (Offset) কল্পনা করা হয়। আবার অনেকযন্ত্রাংশে অনক গুলি ছিদ্র থাকলেও ছিদ্রগুলো একই লাইনে থাকেনা। সেক্ষেত্রে কাটিং তল দ্বারা ছিদ্রগুলি কাটতে কাটিং তলের দিক পরিবর্তন করা লাগে। কাটিং লাইনের এভাবে দিক পরিবর্তন করে কেটে যে সেকশন পাওয়া যায় তাকে অফসেট সেকশান বলে। নিচের চিত্রে অফসেট সেকশান দেখানো হল।