শফিক সাহেব একজন ব্যবসায়ী। তার দুটি কারখানা আছে। একটিতে পোশাক উৎপাদিত হয় এবং অন্যটিতে চেয়ার, টেবিল ইত্যাদি উৎপাদিত হয় । দুটি কারখানা থেকে তিনি প্রচুর অর্থ আয় করেন ।
হানিফ সাহেব সরকারি চাকরিজীবী। তার মাসিক বেতন ১৫,০০০ টাকা । তিনি এই বেতন থেকে প্রতি মাসে ৫০০ টাকা ব্যাংকে জমা রাখেন।
জামান সাহেব অনেক জমির মালিক। এসব জমিতে তিনি প্রচুর পরিমাণে ধান, গম, পাট, তৈলবীজ প্রভৃতি ফসল ফলান। এগুলো দেশের চাহিদা পুরণ করে বিদেশেও রপ্তানি করা হয় ।
হেলাল ৫টি মুরগি বিক্রির জন্য বাজারে নিয়ে গেল। বাজারে মুরগির দাম কম হওয়ার যে দুটি মুরগি বিক্রয় করে বাকী তিনটি ফিরিয়ে নিয়ে আসে।
হাসান আম খাওয়ার জন্য বাজারে যায়। সে ১০ টাকা দিয়ে একটি আম কিনে খায়। পরবর্তী আমের জন্য সে ৮ টাকা দাম দেয়। ৩য় একক আমের জন্য দাম দেয় ৬ টাকা ।
আনিস শিক্ষিত যুবক। সে চাকরি না করে বাড়িতে কয়েকজন বন্ধু নিয়ে একটি পোলট্রি ফার্ম দিল । এই ফার্ম থেকে তারা প্রচুর ডিম বিক্রি করে । তারা এখন সফল ব্যবসায়ী ।
শাওন তার বাবার ১০ কাঠা জমিতে ধান চাষ করে। এই জমিতে ৫ জন শ্রমিক কাজ করে ৫০ মণ ধান উৎপাদন করে। পরের বছর ৬ জন শ্রমিক কাজ করে ৫২ মণ ধান উৎপাদন করে।
জসিম এক একর জমিতে আমের চাষ করে । বাগানে ৫০টি আমের গাছ আছে । এ বছর বিভিন্ন ধরনের উপকরণ বাবদ ১০ হাজার টাকা ব্যয় করে। জসিম ঘুম ও আরাম ত্যাগ করে বাদুর ও অন্যান্য পাখির আক্রমণ থেকে বাগানকে রক্ষা করে ।
রাসেলদের বাসায় গ্যাসের সংযোগ আনবে। এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে কথা বললে কর্তৃপক্ষ জানায় প্রতিমাস ৬০০ টাকা দিতে হবে। কর্তৃপক্ষ আরও জানায় ২ মাস আগে ৫০০ টাকা ছিল সম্প্রতি ৬০০ করা হয়েছে।
শরীফ সাবান কেনার জন্য বাজারে যায়। বাজারে বিক্রেতা তাকে একটি লাইফবয় সাবান দেয়। কিন্তু লাক্স সাবানের মোড়ক সুন্দর দেখে সে একটি লাক্স সাবান নিয়ে আসে ।
রাজন মাছ কেনার জন্য বাজারে গেল। একটি রুই মাছের দাম বিক্রেতা ৩০০ টাকা চাইল। দর কষা-কষির মাধ্যমে রাজন মাছটি ২৫০ টাকা দিয়ে কিনল।
আলম 'A' দেশের নাগরিক । লেখাপড়া শেষ করে সে 'B' দেশে চলে যায় ৷ 'B' দেশে চাকরি করে আলম প্রচুর বৈদেশিক মুদ্রা 'A' দেশে পাঠায় ।
হাসান ‘ক’ দেশে বাস করে। 'ক' দেশের ভৌগলিক সীমানার মধ্যে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্য ১,১৪,৮৫০ কোটি টাকা। তা থেকে মূলধনের ক্ষয়-ক্ষতি জনিত ব্যয় বাদ দিলে অবশিষ্ট থাকে ১,১৪,৩০৭ কোটি টাকা।
আমিরুল মাসুদ একজন শিল্পী, তিনি প্রায়ই বিভিন্ন কনসার্ট ও অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে থাকেন। আবার মাঝে মাঝে তিনি বন্ধুদেরও গান গেয়ে শোনান ।
রহমত আলী গরিব কৃষক। তার ৫ কাঠা জমি আছে যাতে সে ধান ফলায়। টাকার অভাবে সে উন্নত মানের বীজ, সার কীটনাশক ইত্যাদি ব্যবহার করতে পারে না। পরবর্তীতে সে একটি ব্যাংক থেকে ঋণ নিয়ে উন্নতমানের বীজ এবং প্রয়োজনমত সার ও কীটনাশক ব্যবহার করে । ফলে তার জমিতে অধিক ফসল হয়।
সেলিম সাহেব একজন শিল্পপতি। তিনি একটি ব্যাংক প্রতিষ্ঠা করতে চান। এজন্য তিনি অন্য একটি ব্যাংকের কাছে ব্যাংক স্থাপনের অনুমতি চেয়ে আবেদন করেন।
রহিম একটি বাণিজ্যিক ব্যাংকে চাকরি করে। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে এ ব্যাংক আমানত হিসেবে গ্রহণ করে। ব্যাংক সঞ্জিত অর্থ ব্যবসায় ও উৎপাদন ক্ষেত্রে ঋণ দিয়ে পুঁজি গঠনে সহায়তা করে।
হাসান সাহেব পোশাক কারখানার মালিক। তার পোশাক কারখানাটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে অবস্থিত। এ অঞ্চল দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে দেশে শিল্প খাত বিকাশে সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে।
জহির একজন ব্যবসায়ী। তার ব্যবসায়িক পণ্যগুলো হলো চামড়া জাত দ্রব্য, তৈরী পোশাক, প্লাস্টিক প্রভৃতি। এ ব্যবসা পরিচালনার মাধ্যমে জহির তার পরিবারের সকল চাহিদা মেটায়।
আকবর আলী একজন কৃষক। তিনি গ্রামে চাষাবাদ করেন। পূর্বে তিনি পণ্যের ন্যয্যমূল্য পেতেন না। কিন্তু বর্তমানে তার উৎপন্ন দ্রব্য অন্যক্ষেত্রে কাজে লাগিয়ে দ্রব্যের প্রকৃত মূল্য আদায়ে সমর্থ হন।
শিমুল একটি ক্ষুদ্র ঋণদানকারী সংস্থায় কাজ করে। সংস্থাটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। দরিদ্র মানুষের ক্ষমতায়নের জন্য বিশেষত মহিলা ও মেয়েদের জন্য সংস্থাটি ৭০ হাজার গ্রাম ও ২০০০টি বস্তিতে কাজ করে থাকে।
'A' দেশের অধিকাংশ শ্রমিক বছরে কোনো কাজ পায় না। 'A' দেশের সরকার এই সমস্যা সমাধানের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করে। যা 'A' দেশের বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।
নুরু মিয়া একজন কৃষক। সে বছরের একটি বিশেষ সময়ে কাজ হতে বঞ্চিত থাকে। অন্যদিকে তার বন্ধু আলিম মিয়া বছরের কোনো সময়ই কাজ পায় না ।
জামান সাবান কেনার জন্য দোকানে যায়। একটি সাবান হাতে নিয়ে দেখে সাবানের মোড়কে মূল্য ২২ + VAT টাকা লেখা। সে বিক্রেতার কাছে VAT সম্পর্কে জানতে চাইলে বিক্রেতা বলে কোন দ্রব্য উৎপাদনের বিভিন্ন স্তরে যে মূল্য সংযোজিত হয় তার ওপর নির্দিষ্ট হারের আরোপিত কর হচ্ছে VAT।
রাজন বাংলাদেশে বাস করে। এ দেশের অর্থমন্ত্রী সম্প্রতি বাজেট উপস্থাপন করেন । এই বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি দেখানো হয়েছে।