সমীকরণের সাহায্যে তোমরা সমস্যা সমাধান করতে শিখেছ। একই পদ্ধতিতে অসমতা সম্পর্কিত সমস্যার সমাধান করতে পারবে।
উদাহরণ ৪. কোনো পরীক্ষায় বাংলা ১ম ও ২য় পত্রে রমা পেয়েছে যথাক্রমে এবং নম্বর এবং কুমকুম পেয়েছে এবং 84 নম্বর। কোনো পত্রে কেউ 40 এর নিচে পায়নি। বাংলা বিষয়ে কুমকুম হয়েছে প্রথম এবং রমা হয়েছে দ্বিতীয়। x এর মান সম্ভাব্য অসমতার মাধ্যমে প্রকাশ কর।
সমাধান: রমা পেয়েছে মোট নম্বর এবং কুমকুম পেয়েছে মোট নম্বর।
প্রশ্নমতে,
বা,
বা,
বা,
বা,
কিন্তু, [প্রাপ্ত সর্বনিম্ন নম্বর 40]
বা,
বা,
উদাহরণ ৫. একজন ছাত্র 5 টাকা দরে টি পেন্সিল এবং ৪ টাকা দরে টি খাতা কিনেছে। মোট মূল্য অনূর্ধ্ব 97 টাকা হলে, সর্বাধিক কয়টি পেন্সিল কিনেছে?
সমাধান: টি পেন্সিলের দাম টাকা এবং টি খাতার দাম টাকা।
প্রশ্নমতে,
বা,
বা,
বা,
বা,
ছাত্রটি সর্বাধিক 5 টি পেন্সিল কিনেছে।