আলো চাই (সিকান্দার আবু জাফর)

একাদশ- দ্বাদশ শ্রেণি - বাংলা সাহিত্যপাঠ | - | NCTB BOOK

শাখে শাখে চৈত্রের পল্লবে

দেখেছি বিমুগ্ধ চোখে সবুজের বর্ণ সমারোহ; 

সে-বর্ণের কিছু আছে রহস্য জটিল

কিছু আছে অন্তরের কথা ।

পত্রঝরা শাখা-বৃত্ত-প্রাণে 

কী অব্যক্ত অঅনুনয় ছিল, 

রুক্ষ শাখা ঊর্ধ্বশূন্যে কি কথা শোনালো,

 উচ্ছ্বসিত বেদনার প্রাণস্পন্দ নিয়ে 

কোথা থেকে এলো এই সবুজের শিশু, 

তার কিছু ইতিহাস অদৃশ্য অক্ষরে আছে লেখা । 

সে-দুয়ে নীরব কাহিনি 

রাত্রিদিন বারবার করে

শুনতে চেয়েছি আমি উন্মুখ শ্রবণে ।

শোনার অতীত যত কথা

দেখার অতীত যত অপ্রতিম রূপ

তাই দিয়ে রূপে-রসে সৃষ্টির নিভৃত মর্মবাণী

লিপিবদ্ধ আছে সঙ্গোপনে ।

সে-রূপের কিছু আলো পেয়েছি হৃদয়ে

কিছু কথা শুনেছি কখনো

মর্মের শ্রবণে

বুঝিনি অনেক কিছু তার ।

যেটুকু বুঝেছি তাও কথা নেই শোনাবার মতো

-তবু সেই সুনিশ্চিত বাণী

অস্পষ্ট স্বপ্নের মতো অনুভূতি ঘিরে

স্পর্শ তার রেখে যায়, প্রলোভন রেখে যায় আরও,

আমি তাকে পাইনি আমার

চেতনার সহজ সন্ধানে ।

তবু তাকে দেখবার বুঝবার অশেষ বিস্ময়ে

রুদ্ধদ্বার হৃদয়ের কাছে

অনুনয় করি বারংবার :

আলো চাই— আরও আলো, অন্তরের, তীব্রতম আলো ।

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion