সিস্টেম হলো কতগুলো ইন্টিগ্রেটেড উপাদানের সম্মিলিত প্রয়াস যা কিছু সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য কাজ করে। সিস্টেমের বৈশিষ্ট্য হলো-
১. একটি সিস্টেমে একাধিক উপাদান (Elements) থাকবে।
২. সিস্টেমের উপাদানগুলোর একটি অপরটির সাথে লজিক্যাল সম্পর্ক থাকবে।
৩. সিস্টেমের সকল উপাদানগুলো এমনভাবে কন্ট্রোল করা হবে যাতে সিস্টেমের উদ্দেশ্য সাধিত হয়।
কম্পিউটার সিস্টেম কতগুলো ইন্টিগ্রেটেড উপাদান (ইনপুট/আউটপুট যন্ত্রপাতি, মেমোরি, সিপিইউ ইত্যাদি)
Read more