ওয়াটার কুলারের বৈদ্যুতিক ডায়াগ্রাম (২.২.১)

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-২ দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | - | NCTB BOOK

২.২.১ ওয়াটার কুলারের বৈদ্যুতিক ডায়াগ্রাম:

ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সিমেট্রিক (Symmetric) ওয়্যারিং ডায়াগ্রাম ।

সার্কিট ফেজ লাইন (L) অর্থাৎ ফেজ এর সাথে এটি সংযুক্ত হয়। ফেজ সবসময় হাতের ডানে থাকে। এখান থেকে দু'টি লাইন বের হয়েছে, একটি ওয়াটার কুলিং লাইনের সাথে সংযুক্ত অপরটি ওয়াটার হিটিং লাইনের সাথে সংযুক্ত থাকে।

হিটিং লাইনে একটি সুইচ থাকে যেটা অন করলে বা সংযোগ দিলে লাল বাতি জ্বলবে। এই লাইন ৮৮°C সেলসিয়াস থার্মোস্ট্যাট এর সাথে সংযুক্ত থাকে এবং অপর অংশ হিটারের সাথে সংযুক্ত থাকে। হিটার অবশ্যই আর্থিং করা থাকে। হিটার থেকে পুনরায় ৯৫° সেলসিয়াস থার্মোস্ট্যাটে সংযুক্ত হয়ে নিউটাল (N) লাইনের সাথে সংযুক্ত হয়। হিটারের সাথে প্যারালালে দু'টি ডায়োড ও একটি রেজিস্টেন্স থাকে। পানি গরমের সময় ক্রিস্টাল ডায়োড লাল রং দেখায়।

কুলিং সুইচের লাইন সাথে সংযুক্ত হয় যা অন করলে ইন্ডিকেটর সবুজ রং ধারণ করে। সুইচের অপর মাথা থার্মোস্ট্যাটের সাথে সংযুক্ত হয়ে ওভার লোড রিলে কম্প্রেসার মোটরে সংযুক্ত হয়ে নিউটালে (N) যায়। ওয়াটার হিটারের মত এখানেও ইন্ডিকেটর সার্কিট আছে। এই সার্কিট কম্প্রেসর মটরের সাথে প্যারালালে সংযুক্ত থাকে অর্থাৎ থার্মোস্ট্যাটের এক প্রাপ্ত রেজিস্ট্যান্স ডায়োড হয়ে নিউটালে সংযুক্ত হয়।

সিস্টেমে E বা আর্থিং অংশ বিদ্যুতের আর্থিং লাইনের সাথে সংযুক্ত করা হয়। কারণ সিস্টেমে কোনো লিকেজ কারেন্ট থাকলে আর্থিং এর জন্য এর কোন কার্যকরী ক্ষমতা থাকেনা।

                          এটি নির্বাচন করে মেরামতের সাপেক্ষে পুনরার সংযোজন করতে হবে।

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion