কবুতর পালনের সুবিধা ও অসুবিধাসমূহ (১.৩)

এসএসসি(ভোকেশনাল) - পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং-২ দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | - | NCTB BOOK

কবুতর পালনের সুবিধা ও অসুবিধাসমূহ Advantages and disadvantages of keeping pigeon

সুবিধাসমূহ :

  • বিনিয়োগ কম। 
  • বেকার যুবক এবং দুস্থ মহিলাদের কর্মসংস্থানের উপায়। 
  • শিক্ষিত লোকও বাণিজ্যিক ভিত্তিতে খামার করে আয় বর্ধন করতে পারে। 
  • সংক্ষিপ্ত প্রজননকাল ৷ 
  • রোগবালাই কম। 
  • অল্প জায়গায় পালন করা যায়।
  • অল্প খাদ্যের প্রয়োজন হয়। 
  • প্রতিপালন অত্যন্ত সহজ । 
  • পরিবেশ বান্ধব, ভারসাম্যতা বজায়কারী এবং প্রাকৃতির সৌন্দর্য বর্ধনকারী। 
  • মাংস সুস্বাদু, পুষ্টিকর, সহজপাচ্য এবং প্রাণিজ আমিষের চাহিদা পূরণের উৎস। ম
  • ল জৈব সার হিসেবে ব্যবহার করা যায়। 
  • কবুতর অতি তাড়াতাড়ি পোষ মানে ৷

অসুবিধাসমূহ

  • পালন বিষয়ক কারিগরি জ্ঞানের অভাব । 
  • দেশি বা বিদেশি জাতের কবুতর কেনার বিশ্বস্ত উৎসের অভাব। 
  • কবুতর ক্রয় বা বিক্রয় করার ভালো স্থানের অভাব । 
  • কবুতর প্রতিপালন সংক্রান্ত জ্ঞানের অভাব ।

 

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion