এই শিখনফল অর্জনের মাধ্যমে আমরা ব্যক্তিগত নিরাপত্তার সরঞ্জাম ব্যবহার এবং শ্রেণির তাত্ত্বিক কাজ করে ইলেকট্রিকাল কম্পোনেন্ট ও মেকানিক্যাল কম্পোনেন্টের তালিকা তৈরি করতে পারব।
কাজ করার সময় যে সকল সরঞ্জাম বা ইকুইপমেন্ট ব্যবহার করলে নিজেকে মারাত্মক কোন দূর্ঘটনা থেকে রক্ষা করা যায় সেগুলিকে ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম বা পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (সংক্ষেপে PPE ) বলে।
ব্যক্তিগত নিরাপত্তাসরঞ্জামে যা থাকে-
শ্রেণির তাত্ত্বিক কাজ
আমরা ১,২,৩ অধ্যায়ে ওয়াটার কুলার, ডি-হিউমিডিফায়ার, ডিসপ্লে কেইস, বোতল কুলারের বিভিন্ন কম্পোনেন্ট বা অংশের নাম জেনেছি। বিদ্যালয়ের ওয়াটার কুলার (Water Cooler), ডি-হিউমিডিফায়ার (De-Humidifier), ডিসপ্লে কেইস (Display Case), বোতল কুলার (Bottle Cooler) পর্যবেক্ষন করে এদের ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল কম্পোনেন্টের তালিকা তৈরি করে নিচের এ্যাক্টিভিটি ফর্মটিতে লিপিবদ্ধ করি।
তারিখ :
Read more