পারদর্শিতার মানদন্ড
(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম
(গ) প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস, ইকুইপমেন্ট ও মেশিন)
(গ) মালামাল (Raw Materials)
(ঘ) কাজের ধারা
১. অক্সিজেন সিলিন্ডার এবং অ্যাসিটিলিন সিলিন্ডারের ভাগ খোল।
ক. ওয়েল্ডিং টর্চ ধর।
খ. অক্সিজেন সিলিন্ডার ও রেগুলেটর ভাতত্ত্বর ঘুরিয়ে খুলে প্রেসার অ্যাডজাস্ট করো।
গ. অ্যাসিটিলিন সিলিন্ডার ও রেগুলেটর তালুতায় ঘুরিয়ে খুলে প্রেসার অ্যাডজাস্ট করো ।
২. স্পার্ক লাইটারের সাহায্যে আগুন জ্বালাও ।
ক. ওয়েল্ডিং টর্চের অ্যাসিটিলিন অতটি সামান্য পরিমান খোল।
খ. স্পার্ক লাইটার দিয়ে ওয়েন্ডিং টর্চে আগুন জ্বালাও ।
৩. নির্দেশনা অনুযায়ী (কপার ও কপার টিউব) সবের উপর ব্রেজিং করো।
ক. যে স্থানে জোড়া দিতে হবে সেই স্থানের উপর জ্বলন্ত ওয়েন্ডিং টর্চ ধর। এতে ঐ স্থানটি উত্তপ্ত হয়ে লাল হবে।
খ. উত্তপ্ত স্থানে জ্বলন্ত ওয়েল্ডিং টর্চের শিখার ব্রেজিং রঙ ধর। এতে ব্রেজিং রডটি পলে গিয়ে উত্তপ্ত স্থানের উপর পরবে এবং ভাগে সমান ভাবে জবের উপর ছড়িয়ে যাবে।
৪. টিউবের এক প্রান্তে চার্জিং লাইন সংযোগ কর এবং অপর প্রান্ত ওয়েল্ডিং এর মাধ্যমে বন্ধ করো। এবার নাইট্রোজেন প্রেশার দিয়ে লিকটেস্ট করো।
৫. একই নিয়মে বাস্তব রেফ্রিজারেটরে (কপার ও ষ্টীল) সাকশন, ডিসচার্জ লাইন, স্ট্রেইনার, কন্ডেনসারে, (কপার ও স্ট্রেইনার) এবং ক্যাপিলারি টিউব, ইভাপোরেটরে ব্রেজিং (সংযোগ) করো ৷
কাজের সতর্কতা
আত্মপ্রতিফলন
রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ইউনিট মেরামত ও রক্ষণাবেক্ষনের প্রয়োজনে গ্যাস ওয়েল্ডিং এর মাধ্যমে কপার টিউব ব্রেজিং করার দক্ষতা অর্জিত হয়েছে/হয় নাই/আবার অনুশীলন করতে হবে।
Read more