এসএসসি(ভোকেশনাল) -
ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন-২
প্রথম পত্র (নবম শ্রেণি) |
- | NCTB BOOK
অক্সিজেন ভালভ ধীরে ধীরে খুলতে হবে এবং পরিমাণ বাড়াতে হবে, যখন দেখা যাবে নজলের সামনে সুন্দর উজ্জ্বল ইনার কোণ দেখা দিয়েছে এবং শিখা হিস হিস বা পত পত শব্দ না করে নরম শব্দ করছে, তখন নাড়াচাড়া বন্ধ করতে হবে এবং নিউট্রিাল ফ্রেম তৈরি করতে হবে ।