বর্তমানে গ্রাফিক্স ডিজাইন খুব গুরুত্বপূর্ণ একটি পেশাগত কাজ। এই কাজের মাধ্যমে হাজার হাজার লোক তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। গ্রাফিক্স হলো দৃশ্যমান ইমেজ বা ছবি যা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে দৃশ্যমান করে তোলা হয়। এক্ষেত্রে বিভিন্ন লাইন বা কিছু যুক্তি ব্যবহার করে আমরা ধারণাগুলো দৃশ্যমান করে তুলি। তাই বলা যায়, ধারণা বা আইডিয়াগুলো বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কিছু প্রযুক্তি ব্যবহার করে দৃশ্যমান করে তোলার প্রক্রিয়াকে গ্রাফিক্স ডিজাইন বলা হয়। গ্রাফিক্স ডিজাইনে কাজ করে বর্তমানে অনেক মানুষ জীবিকা নির্বাহ করছে। বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইনের কাজ করা হয়। সেরকম কিছু সফটওয়্যার হলো— অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফ্লাশ ইত্যাদি। এই প্রোগ্রামগুলো মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের Adobe Systems কর্তৃক তৈরি ও বাজারজাতকৃত। এগুলোর মাধ্যমে আমরা আমাদের মনের যতো আইডিয়া বা সৃষ্টিশীল ধারণা আছে সেগুলো দৃশ্যমান করতে পারবো। গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে পত্র-পত্রিকা তৈরি, বইয়ের কভার, ফটো এডিটিং, পোস্টার তৈরি, ফটো সংযোজন ও বিয়োজনসহ বিভিন্ন ধরনের কাজ করা যায়।
Read more