জব ০১: মুরগির ঘর পরিস্কার ও জীবাণুমুক্তকরণ ।

এসএসসি(ভোকেশনাল) - পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং-১ দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | - | NCTB BOOK

জব ০১: মুরগির ঘর পরিস্কার ও জীবাণুমুক্তকরণ ।

পারদর্শিতার মানদন্ড

  • পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্তকরণের জন্য উপযুক্ত ডিটারজেন্ট ও জীবাণুনাশক নির্বাচন ও সংগ্রহ করা
  • যন্ত্রপাতি ও লেয়ার সেড পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত করা
  • কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী যন্ত্রপাতি ও উপকরণসমূহ স্থাপন করা
  • যন্ত্রপাতির সক্ষমতা পরীক্ষা করা

(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE)

ক্রমিক নংনামস্পেসিফিকেশনপরিমাণ
অ্যাপ্রনসংস্থার বিধি অনুযায়ী১টি
জুতাসংস্থার বিধি অনুযায়ী১ সেট
মাস্কস্ট্যান্ডার্ড১টি

 

(খ) প্রয়োজনীয় মালামাল ( Raw Materials)

 

(গ) প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস, ইকুইপমেন্ট ও মেশিন)

 

(ঘ) কাজের ধারাঃ 

১. প্রথমে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামসমূহ, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল স্টোর হতে সংগ্রহ করো । 

২. তালিকা অনুসারে সুরক্ষা সরঞ্জামাদি যথানিয়মে পরিধান করো।

 

৩. ঘরটি ঝাড়ু দিয়ে ভালো ভাবে পরিস্কার করে নাও । 

৪. নিরাপত্তা মূলক পোশাক পরিধান করে নাও । 

৫. নির্দেশিত পরিমাণ পানি একটি বালতিতে নাও । 

৬. নির্দেশিত মাত্রায় জীবাণুনাশক ঐ পানিতে মিশাও। 

৭. মিশ্রণটি ভালভাবে নাড়াচাড়া করো। 

৮. তারপর জীবাণুনাশক মিশ্রিত পানি স্প্রেয়ারে তোল। 

৯. এবার ঘরের মেঝে এবং দেয়ালে জীবাণুনাশক স্প্রে করো।

সতর্কতাঃ

  • জীবাণুনাশক অবশ্যই মাত্রা মোতাবেক মেশাতে হবে।
  • জীবাণুনাশক যেন শরীরে না লাগে ও নিঃশ্বাসে না যায় ।

 

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion