পারদর্শিতার মানদন্ড
(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE)
ক্রমিক নং | নাম | স্পেসিফিকেশন | পরিমাণ |
১ | অ্যাপ্রন | সংস্থার বিধি অনুযায়ী | ১টি |
২ | জুতা | সংস্থার বিধি অনুযায়ী | ১ সেট |
৩ | মাস্ক | স্ট্যান্ডার্ড | ১টি |
(খ) প্রয়োজনীয় মালামাল ( Raw Materials)
(গ) প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস, ইকুইপমেন্ট ও মেশিন)
(ঘ) কাজের ধারাঃ
১. প্রথমে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামসমূহ, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল স্টোর হতে সংগ্রহ করো ।
২. তালিকা অনুসারে সুরক্ষা সরঞ্জামাদি যথানিয়মে পরিধান করো।
৩. ঘরটি ঝাড়ু দিয়ে ভালো ভাবে পরিস্কার করে নাও ।
৪. নিরাপত্তা মূলক পোশাক পরিধান করে নাও ।
৫. নির্দেশিত পরিমাণ পানি একটি বালতিতে নাও ।
৬. নির্দেশিত মাত্রায় জীবাণুনাশক ঐ পানিতে মিশাও।
৭. মিশ্রণটি ভালভাবে নাড়াচাড়া করো।
৮. তারপর জীবাণুনাশক মিশ্রিত পানি স্প্রেয়ারে তোল।
৯. এবার ঘরের মেঝে এবং দেয়ালে জীবাণুনাশক স্প্রে করো।
সতর্কতাঃ
Read more