জব ০৪ : লেয়ার মুরগির সুষম খাদ্য তৈরিকরণ।

এসএসসি(ভোকেশনাল) - পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং-১ দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | - | NCTB BOOK

জব ০৪ : লেয়ার মুরগির সুষম খাদ্য তৈরিকরণ।

পারদর্শিতার মানদণ্ড

  • স্পেসিফিকেশন অনুযায়ী যন্ত্রপাতি ও টুলস এর তালিকা তৈরি করা 
  • যন্ত্রপাতি ও টুলস নির্বাচন এবং সংগ্রহ করা
  • খাদ্য উপকরণ নির্বাচন করা 
  • পুষ্টি চাহিদার ম্যানুয়েল সংগ্রহ করা 
  • পুষ্টি চাহিদা পূরণের জন্য খাদ্য উপাদানের আনুপাতিক হার নির্ধারণ করা
  • রেশন তৈরির জন্য খাদ্য উপকরনের পরিমাণ নির্ধারণ করা 
  • রুটিন মোতাবেক রেশন তৈরি করা

(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE)

 

(খ) প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস, ইকুইপমেন্ট ও মেশিন)

 

(গ) প্রয়োজনীয় কাঁচামাল(Raw Materials)

 

কাজের ধারা: 

১. প্রথমে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামসমূহ, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল স্টোর হতে সংগ্রহ করো । 

২. তালিকা অনুসারে সুরক্ষা সরঞ্জামাদি যথা নিয়মে পরিধান করো। 

৩. তালিকা মোতাবেক ভাল মানের খাদ্য উপাদানসমুহ সংগ্রহ করো । 

৪. বয়স ও উৎপাদন অনুসারে প্রয়োজনীয় পুষ্টিমানের তালিকা মোতাবেক রেশন ফর্মুলেশন করো । 

৫. খাদ্য উপাদানসমুহ তালিকা মোতাবেক মেপে পৃথক পৃথক পাত্রে রাখ। 

৬. কম পরিমাণে ব্যবহৃত খাদ্য উপাদানসমুহ একসাথে মিশ্রিত করো। 

৭. কম পরিমাণে ব্যবহৃত খাদ্য উপাদানসমুহ অপেক্ষাকৃত বেশী পরিমাণে ব্যবহৃত খাদ্য উপাদানের সহিত পর্যায়ক্রমে মেশাও। 

৮. খাদ্য উপাদানসমুহ ভালভাবে মিশ্রিত করার পর ঠান্ডা ও শুষ্ক জায়গায় সংরক্ষণ কর ও মুরগিকে খেতে দাও । 

৯. নিম্নে লেয়ার মুরগির নমুনা খাদ্য তালিকা প্রদান করা হল:

 

               লেয়ার মুরগির খাদ্য তালিকা:

 

সতর্কতাঃ

  • প্রতিটি সতেজ খাদ্য উপাদান ব্যবহার করতে হবে। 
  • টক্সিন বাইন্ডারের মিশ্রণ সুষম ও যথোপযুক্ত মাত্রায় করতে হবে। 
  • মিশ্রিত খাদ্য ৭-১০ দিনের বেশি রাখা যাবে না ।

আত্মপ্রতিফলন:

  • তোমার বাড়ির নিকটবর্তী কোনো লেয়ার খামারে গিয়ে তাদের ম্যাশ খাদ্য তৈরীর পদ্ধতি পর্যবেক্ষণ /তৈরিতে অংশ গ্রহন করে জবটি অনুশীলন করতে হবে ।

 

 

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion