পারদর্শিতার মানদণ্ড
(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE)
(খ) প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস, ইকুইপমেন্ট ও মেশিন)
(গ) প্রয়োজনীয় কাঁচামাল(Raw Materials)
কাজের ধারা:
১. প্রথমে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামসমূহ, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল স্টোর হতে সংগ্রহ করো ।
২. তালিকা অনুসারে সুরক্ষা সরঞ্জামাদি যথা নিয়মে পরিধান করো।
৩. তালিকা মোতাবেক ভাল মানের খাদ্য উপাদানসমুহ সংগ্রহ করো ।
৪. বয়স ও উৎপাদন অনুসারে প্রয়োজনীয় পুষ্টিমানের তালিকা মোতাবেক রেশন ফর্মুলেশন করো ।
৫. খাদ্য উপাদানসমুহ তালিকা মোতাবেক মেপে পৃথক পৃথক পাত্রে রাখ।
৬. কম পরিমাণে ব্যবহৃত খাদ্য উপাদানসমুহ একসাথে মিশ্রিত করো।
৭. কম পরিমাণে ব্যবহৃত খাদ্য উপাদানসমুহ অপেক্ষাকৃত বেশী পরিমাণে ব্যবহৃত খাদ্য উপাদানের সহিত পর্যায়ক্রমে মেশাও।
৮. খাদ্য উপাদানসমুহ ভালভাবে মিশ্রিত করার পর ঠান্ডা ও শুষ্ক জায়গায় সংরক্ষণ কর ও মুরগিকে খেতে দাও ।
৯. নিম্নে লেয়ার মুরগির নমুনা খাদ্য তালিকা প্রদান করা হল:
লেয়ার মুরগির খাদ্য তালিকা:
সতর্কতাঃ
আত্মপ্রতিফলন:
Read more