জব ০৬ঃ কোয়েলের সুষম খাদ্য তৈরিকরণ

এসএসসি(ভোকেশনাল) - পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং-২ দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | - | NCTB BOOK

জবের নাম : কোয়েলের সুষম খাদ্য তৈরিকরণ

     কোয়েল পালনের বিভিন্ন পর্যায়ে তার স্বাভাবিক বৃদ্ধি, স্বাস্থ্য রক্ষা এবং ডিম ও মাংস উৎপাদনের জন্য সুখম খান সেরা প্ররোজন। কোরেল কে সাধারণত চার ধরনের খাদ্য প্রদান করা হয় যথা স্টার্টার, গ্রোয়ার, লেয়ার ও ব্রিডার রেশন। ভিন্ন উপাদান ঠিক ा মিশিয়ে প্রয়োজনীয় মাত্রা অনুসারে সুষম রেশন তৈরী করা হয়।

পারদর্শিতা নির্ণায়ক / মানদণ্ড

  • কোয়েলের বয়স অনুসারে কোন ধরণের খাদ্য প্রদান করা 
  • বয়স অনুসারে সুষম রেশন তৈরি করা 
  • খাদ্য উপাদান সঠিক মাত্রায় মিশিয়ে প্রয়োজনীয় মাত্রা অনুসারে সুষম রেশন তৈরী করা 
  • স্টার্টার, গ্রোয়ার, লেয়ার ও ব্রিডার রেশনের প্রয়োজনীয় পুষ্টি উপাদান নিশ্চিত করা

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল :

                           ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE)

 

                       খ) প্রয়োজনীয় কাঁচামাল

 

                                গ) প্রয়োজনীয় যন্ত্রপাতি:

কাজের ধারা:  

১) প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ সংগ্রহ কর । 

২) কোয়েলের প্রয়োজনীয় খাদ্য তালিকা সংগ্রহ কর। 

৩) তালিকা মোতাবেক খাদ্য উপকরণগুলো মেপে পৃথক কর। 

৪) পর্যায়ক্রমে কম পরিমান ব্যবহৃত খাদ্য উপাদান ও পরবর্তীতে বেশী পরিমানে ব্যবহৃত উপকরণগুলো মিশাও । 

৫) মিশ্রিত খাদ্য বস্তায় বা পাত্রে রেখে পরবর্তীতে খাওয়ানোর জন্য সংরক্ষণ কর।

 

নিম্নে কোয়েলের খাদ্য তালিকা প্রদান করা হল:-

 

সতর্কতাঃ 

১) কোয়েলের খাদ্য উপাদানগুলো ভেঙ্গে দিতে হবে। 

২) খাদ্য উপকরণগুলো ভালভাবে মিশাতে হবে যেন সর্বত্র মিশ্রিত হয় । 

৩) আমিষের ভাগ সঠিক আছে কি না হিসাব করে দেখতে হবে।

 

 

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion