জব ১ঃ ওয়াটার কুলার, ডি-হিউমিডিফায়ার ও ডিসপ্লে কেসের পরিচিতি।

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-২ দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | - | NCTB BOOK

জব ১ঃ ওয়াটার কুলার, ডি-হিউমিডিফায়ার ও ডিসপ্লে কেসের পরিচিতি।

পারদর্শিতার মানদণ্ড:

  • স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা (পিপিই) পরিধান করা;
  • কমার্শিয়াল এ্যাপ্লায়েন্সেসের (রেফ্রিজারেশন টুলস) তালিকা প্রস্তুত করা 
  • কমার্শিয়াল এ্যাপ্লায়েন্সেসের (রেফ্রিজারেশন ইকুপমেন্ট) তালিকা প্রস্তুত করা 
  • ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট এর তালিকা প্রস্তুত করা 
  • কাজ শেষে ওয়ার্কশপের নিয়ম অনুযায়ী কাজের স্থান পরিষ্কার করা 
  • কাজের শেষে চেক লিস্ট অনুযায়ী টুলস ও মালামাল জমা দেয়া

 

(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম:

 

(খ) প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস, ইকুপমেন্ট ও মেশিন)

 

গ) মালামাল (Raw Materials ) :

 

(খ) কাজের ধারা- 

ওয়াটার কুলার

১। নির্দিষ্ট স্পেসিফিকেশনের (Power Supply - V/Hz/ Ph - 220-240 /50 / 1; Operation Current 1.0 A; Ambient air temp 90°F Chilled drinking water 50°F) একটি ওয়াটার কুলার নিতে হবে 

২। ওরাটার কুলারে বৈদ্যুতিক সংযোগ দেও এবং চালাও 

৩। ইনফ্রারে ডিজিটাল থার্মোমিটার দিয়ে এর তাপমাত্রা পরীক্ষা করো 

৪। ওয়াটার কুলারে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন 

৫। ওয়াটার কুলার এর পেছনে ওয়্যারিং ফারাগ্রাম দেখ 

৬। কভার প্লেট খোলার জন্য টুলস নির্বাচন করো 

৭। ওয়াটার কুলার এর ফ্রন্ট কভার প্লেট খোল 

৮। যা দেখলে তার একটি তালিকা তৈরি করো 

৯। পুনরায় সংযোগ করো 

১০। বৈদ্যুতিক সংযোগ দেও এবং চালাও 

১১। যথাস্থানে সংরক্ষণ করো

 

ডিসপ্লে কেইস

১। নির্দিষ্ট স্পেসিফিকেশনের (Case Temperature [ Evaporator ] °C, Multidisc meat 2.2; Single level open -12.2) একটি ডিসপ্লে কেইস এর নিকট যাও । 

২। বৈদ্যুতিক সংযোগ অবস্থায় ইনফ্রারে ডিজিটাল থার্মোমিটার দিয়ে এর তাপমাত্রা পরীক্ষা করো । 

৩। কেসের কভার প্লেট খোল । 

৪। যা দেখলে তার একটি তালিকা তৈরি করো। 

৫। পুনরায় সংযোগ করো । 

৬। বৈদ্যুতিক সংযোগ দাও এবং চালাও। 

৭। যথাস্থানে সংরক্ষণ করো।

 

ডি-হিউমিডিফায়ার

১। নির্দিষ্ট স্পেসিফিকেশনের (Power Supply -V/Hz / Ph - 220-240 / 50 / 1; Power Input 655W ; Operation Current 2.8 A ; Moisture removal at 27.2°C ~ 30°C) একটি ডিসপ্লেকেইস এর নিকট যাও 

২। ডি-হিউমিডিফায়ারে বৈদ্যুতিক সংযোগ দেও এবং চালাও 

৩। ইনফ্রারে ডিজিটাল থার্মোমিটার দিয়ে এর তাপমাত্রা পরীক্ষা করো । 

৪। ডি-হিউমিডিফায়ারের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করো । 

৫। ডি-হিউমিডিফায়ারের পেছনে ওয়্যারিং ডায়াগ্রাম দেখ 

৬। কভার প্লেট খোলার জন্য টুলস নির্বাচন করো । 

৭। ডি-হিউমিডিফায়ার এর ফ্রন্ট কভার প্লেট খোল 

৮। যা দেখলে তার একটি তালিকা তৈরি করো । 

৯। পুনরায় সংযোগ 

১০ । বৈদ্যুতিক সংযোগ দেও এবং চালাও 

১১। যথাস্থানে সংরক্ষণ করো ।

 

বোতল কুলার

১। নির্দিষ্ট স্পেসিফিকেশনের (টেম্পারেচারে রেঞ্চ ৩° সে থেকে ১১° সে, পাওয়ার রেটিং ২৫০ ওয়াট ক্যাপাসিটি ৩৩০ ml বোতল ৮৪ টি) একটি বোতল কুলার নাও । 

২। বোতল কুলার পেছনে ইলেকট্রিক্যাল ওয়্যারিং ডায়াগ্রাম দেখ 

৩। বোতল কুলার কিছুক্ষন চালাও, চালানোর পর 

৪। সাপ্লাই কড বিচ্ছিন্ন করো ।

৫। স্ক্রু ড্রাইভার দিয়ে কভার প্লেট খোল 

৬। সিস্টেম হতে কম্পোনেন্ট বিচ্ছিন্ন কর 

৭। প্রতিটি কম্পোনেন্ট এর স্পেসিফিকেশন দেখ (ভোল্টেজ, কারেন্ট) 

৮। স্পেসিফিকেশন অনুসারে কম্পেনেন্ট পরীক্ষা করার জন্য মেজারিং ইনস্ট্রুমেন্ট নির্বাচন করো । 

৯। কম্পোনেন্ট সমূহের তলিকা প্রস্তুত করে পুনরায় কম্পোনেন্ট সমূহ যথাযথ স্থাপন করো । 

১০। পুনরায় সাপ্লাই কড প্লাগে স্থাপন কিছুক্ষণ চালাও 

১১। সিস্টেমকে যথাস্থানে রাখ

কাজের সতর্কতা:

  • অবশ্যই নিরাপত্তা মূলক সরঞ্জাম ব্যবহার করে কাজ করতে হবে।
  • কাজটি করতে কোন প্রকার অসুবিধার সম্মুখীন হলে অবশ্যই শিক্ষক/ ট্রেইনারকে জানাতে হবে।

আত্মপ্রতিফলন 

কমার্শিয়াল এ্যাপ্লায়েন্সেসের কম্পোনেন্ট সমুহ পরীক্ষা করার জন্য প্রস্তুতি গ্রহণ করার দক্ষতা অর্জিত হয়েছে /হয় নাই /আবার অনুশীলন করতে হবে।

 

 

common.content_added_and_updated_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion