কোনো দেশের সমৃদ্ধি নির্ভর করে সে দেশের জাতীয় সম্পদের প্রকৃতি ও পরিমাণের ওপর। যে দেশ জাতীয় সম্পদে যত সমৃন্য সে দেশের উন্নতির সম্ভাবনা ততবেশি। তাই অর্থনীতি সম্বন্ধে জানতে হলে প্রথমেই সম্পদ সব প্রয়োজন। আবার একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থা বুঝতে হলে সে দেশের সম্পদ উৎপাদন ও বণ্টনের প্রক্রিয়া পদ্ধতি আনতে হবে। বিভিন্ন অনৈতিক ব্যবস্থার আওতার এই উৎপাদন ও বণ্টন পদ্ধতি ভিন্ন হয়। যে পদ্ধতি, প্রক্রিয়া এবং নিয়মনীতির পাওডার কোনো দেশের অর্থনীতি পরিচালিত হয়, তাই অর্থনৈতিক ব্যকনা। এ অধ্যারে আমরা জাতীয় সম্পদ উৎপাদন ও বণ্টনের পাশাপাশি বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার সম্পদ উৎপাদন ও ফণ্টনের বিষয়টিও জানব।