ব্যক্তির বা ব্যবস্থাপনার অভ্যন্তরীণ বা বাহ্যিক দুর্বলতার মাধ্যমে ক্ষতি, দুর্ঘটনা, আঘাত, দায় বা অন্য কোন নেতিবাচক ঘটনার সম্ভাব্যতা বা হুমকি ইত্যাদি হচ্ছে ঝুঁকি।
বিভিন্ন রকম ঝুঁকির সাথে সম্পর্কিত দূর্ঘটনাসমূহ
১) বৈদ্যুতিক ঝুঁকি
ক. পর্যাপ্ত সুরক্ষা ছাড়া বৈদ্যুতিক শকে আহত কাউকে স্পর্শ করা।
খ. দূর্বল তাপ নিরোধক ও ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করা।
গ. খালি পায়ে বৈদ্যুতিক লাইনে কাজ করা।
২) যান্ত্রিক ঝুঁকি
সরঞ্জাম বা যন্ত্রপাতির ৩টি স্থানে যান্ত্রিক ত্রুটি বিদ্যমান যেমন-
ক. পরিচালনার ক্ষেত্রে।
খ. যান্ত্রিক শক্তি ট্রান্সমিশন কেন্দ্রে।
গ. যন্ত্রপাতির ঘূর্ণন এলাকার।
৩) অগ্নি ঝুঁকি
অগ্নি ঝুঁকি নিচে উল্লেখিত কারণে হতে পারে-
ক. কাঠ, কাগজ, কাপড় ও অন্যান্য সাধারণ উপকরণ নির্দিষ্ট স্থানে না রাখলে ।
খ. পেট্রোল, তেল, গ্রীজ ও দাহ্য পদার্থের সংরক্ষণ সঠিকভাবে না করলে।
গ. বৈদ্যুতিক সরঞ্জাম সঠিকভাবে ব্যবহার না করলে ।
ঘ. ধূমপানের কারণেও অগ্নি ঝুঁকি হতে পারে।