কৃষিকাজে জমিতে সেচ প্রদান, আবাসিক এবং শিল্প কারখানার কাজে পানি সরবরাহের জন্য সাধারণভাবে টারবাইন পাম্প ব্যবহার করা হয়। টারবাইন পাম্প প্রধানত দুই প্রকার। যথা-
• ডীপ ওয়েল টারবাইন পাম্প
• সাবমার্সিবল পাম্প
টারবাইন পাম্পের বিভিন্ন অংশ (Different Parts turbine Pump):
ডিপ ওয়েল টারবাইন পাম্প সাধারনত গভীর নলকূপে ব্যবহৃত হয়। এই পাম্প নিম্নোক্ত প্রধান তিনটি অংশ নিয়ে গঠিত।
ক) বাউল অ্যাসেমব্লি বা মূল পাম্প
খ) কলাম অ্যাসেমরি
গ) নির্গমন অংশ
নিচে টারবাইন পাম্পের এ সকল অংশের পরিচয় প্রদান করা হলো ।
ক) বাউল অ্যাসেমরি (Bowl Assembly)
বাউল অ্যাসেমরি বা মূল পাম্প তিনটি অংশের সমন্বয়ে গঠিত।
এই অংশ গুলো হচেছ-
১. সাকশন পিস বা সাকশন সাইড
২. বাউল অ্যাসেমরি
৩. ডিসচার্জ পিস
সাকশন পিস (Suction Plece )
নিম্নোক্ত অংশ গুলোর সমন্বয়ে সাকশন পিস গঠিত :
(ক) সাকশন পাইপ
(খ) প্রাগ
(গ) বিয়ারিং পিস
(খ) স্যান্ড গার্ড
নিম্নোক্ত অংশ গুলোর সমন্বয়ে বাউল অ্যাসেমরি গঠিত :
(১) বাউল / কেসিং
(২) ইম্পেলার
(৩) ৰাউল পিস
(৪) উইয়ারিং রিং
(৫) রাবার বুশ
(৬) ক্ল্যাম্পিং স্লিভ
ডিসচার্জ পিস নিম্নোক্ত অংশগুলোর সমন্বয়ে গঠিত
(১) ডিসচার্জ পাইপ / কেজিং
(২) ডিসচার্জ কেস ক্যাপ
(৩) বিয়ারিং শিশু
(৪) স্যান্ড গার্ড
Read more