থ্রি-ডি গ্রেড এডিট করার দক্ষতা অর্জন (জব ২)

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-২ দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | - | NCTB BOOK

গ্রেড তৈরি করা

  • ভিউ টুলবার থেকে টপটি ক্লিক করো। পলিগণ থেকে ভী স্লোড অংকনের জন্য একটি ত্রিভুজ অংকন করো। 
  • যাহার বৃত্তের সার্কেল ১.৫ মিমি।

ধাপ-১:

  • সিনেক্ট এসডাব্লিও আইসোমেট্রিক ভিউ।
  • ত্রিভুজটিকে ওতি রোটেট করতে নিচের ধাপ অনুসরণ করো। 
  • মডিফাই > ৩ডি অপারেশনস > ৩ডি রোটেট 
  • সিলেক্ট অবজেক্ট
  • Specify base point 
  • X অক্ষের সেন্টার পয়েন্টে ক্লিক করো। 
  • Pick a rotation axis
  • Specify start angle point 
  • X অক্ষের উপর কার্সরটিকে রেখে ৯০° দিয়ে এন্টার দাও।

ধাপ-২: টপ ডিউ ক্লিক কর। ফ্রন্ট ভিউ ক্লিক করো ।

  • ত্রিভুজটিকে রোটেট করো । 
  • মডিফাই > রোটেট> সিলেক্ট অবজেক্ট বেস পয়েন্ট নির্দিষ্ট করে (-১০) লিখে এন্টার দাও। 
  • সিলেক্ট টপতি। সিলেক্ট এসডাব্লিও আইসোমেট্রিক ভিউ।

ধাপ ৩ঃ

  • ড্র মডেলিং সুইপ (Draw > Modeling Sweep) 
  • Select object (ত্রিভুজটি সিলেক্ট করো) 
  • Select Sweep Path (হেলিক্স সিলেক্ট করো) 
  • একটি শ্যাফট তৈরি কর যাহার ব্যাস ১৩.৫ মিষ্টি। উচ্চতা ২৭ মিলি

 

 

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion