মেকানিক্যাল ড্রাষ্টিং উইথ ক্যাড-১ বইয়ের অধ্যায়-৮ এ আমরা ২ডি স্পার গিয়ার এবং মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-২ বইয়ের অধ্যায়-৬ এ আমরা ৩ডি স্পার গিয়ার অংকন অনুশীলন করেছি। এ অধ্যায় আমরা ৩ডি স্পার গীয়ার এডিটিং করা শিখব।
ধাপ-১: মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ বইয়ের অধ্যায়-৮ এর ২ডি স্পার গিয়ার অংকনের কৌশল অবলম্বন করে নিয়ে উল্লেখিত চিত্রের ন্যায় ২ডি স্পার গিয়ার অংকন করে নিব।
ধাপ-২ : মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-২ বইয়ের ৩ডি স্পার পিয়ার অংকন নিয়ম অনুসরণ করে নিম্নের চিত্রের ন্যায় গুড়ি স্পার গিয়ার এডিট করে নিব।
ধাপ-৩: এখন আমরা নিম্নের চিত্রের ন্যায় স্পার গিয়ার টিকে এডিট করে উচ্চতা বাড়াতে চাই তা হলে Extrude/ Presspull Command ব্যবহার করে এটি করা যাবে -
Sellect Extrude/Presspill
Sellect Object → গিয়ারে দাঁতের অংশ সিলেক্ট করতে হবে।
Give Specific Higth-10 লিখে এন্টার করলে নিম্নের মত পিয়ারের দাঁতের অংশের উচচতা বেড়ে যাবে।
ধাপ-৪: এখন আমরা উপরের চিত্রের স্পার গিয়ার টিকে এডিট করে এটির হাবের উচ্চতা বাড়াতে চাইলে Extrude/ Presspull Command ব্যবহার করে এটি করা যাবে-
Sellect Extrude/Presspill
Sellect Object গিয়ারে হাবের অংশ সিলেক্ট করতে হবে।
Give Specific Higth - 20 লিখে এন্টার করলে চিত্র-৭.৪৬ এরমত গিয়ারের হাবের অংশের উচচতা বেড়ে যাবে।
Read more