দ্বিতীয় ও চতুর্থ কোন অভিক্ষেপ (৯)

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ প্রথম পত্র (নবম শ্রেণি) | - | NCTB BOOK

যখন X এবং Y অনবঘুরে দ্বিতীয় এবং চতুর্থ অভিক্ষেপ ভঙ্গে স্থাপন করা হয়, তখন দ্বিতীয় অভিক্ষেপ ভঙ্গে উল্লব ভলটি বন্ধু X এবং অবজারভার মধ্যে অবস্থান করে। ফলে বহু X এর সম্মুখ দুশ উল্লম্ব তলে পতিত হয়। অন্য দিকে টপ ভিউ হরাইজন্টাল তলের উপর পতিত হয়। প্রজেকশন নীতি অনুযায়ি যখন হরাইজন্টাল তলটি ৯০° কোণে রুকওয়াইজ ঘুরে, টপ এবং সম্মুখ ভিউ ওভারলেপ এ পতিত হয়। ওভারলেপিং অভিক্ষেপ পরিষ্কার ধারণা দেয় না।

অতএব টপ ভিউ এবং হরাইজন্টাল ভিউ এর ভেতর ওভারলেপিং কারণে দ্বিতীয় এবং চতুর্থ কোন অভিক্ষেপ ব্যবহার করা হয় না।

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion