নিচের কোনটি লব্ধ রাশি?
প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি 1 kg ভরের সিলিন্ডারটির ব্যাসার্ধ কত?
SI পদ্ধতিতে তাপমাত্রার একক কোনটি?
পদার্থের পরিমাপের এসআই একক কোনটি?
1 পেটামিটার কত মিটারের সমান?
10 m s-1 সমবেগে চলমান 1 kg বস্তুর ত্বরণ কত?
40 km h-1 বেগে চলন্ত একটি ট্রেনের ব্রেক কষে 30 সেকেন্ডে থামানো হলে মন্দন কত?
s=ut + 12 at2 সমীকরণে ut এর মাত্রা কোনটি?
আদিবেগ, ত্বরণ, সরণ ও গতিকালের সম্পর্কসূচক সমীকরণ কোনটি?
নিচের কোন শর্তটি পড়ন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ?
ক্রিয়া বল ও প্রতিক্রিয়া বল সবসময় কাজ করে-
প্রকৃতিতে বল কাজ করে-
একটি তলে রাখা 8 kg ভরের কোনো বস্তুর উপর 30 N বল প্রয়োগ করায় বস্তুটি 3 m s-2 ত্বরণ লাভ করে। বস্তু ও তলের মধ্যকার ঘর্ষণ বল কত নিউটন?
গাড়ির টায়ারে খাঁজ কাটা হয় কেন?
রাস্তা বেশি মসৃণ হলে কী ঘটবে?
একটি বস্তুকে সুতায় বেধে উল্লম্বতলে একবার ঘুরিয়ে আনলে সম্পাদিত কাজের পরিমাণ কত?
কোনটির জন্য বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়?
জ্বালানি শক্তির অপচয় হয় কোনটির জন্য?
নিচের কোনটি যান্ত্রিক শক্তির একটা অংশ?
সকল চলমান বস্তুতে কোনটি বিদ্যমান?
ভূ-পৃষ্ঠে বায়ুর চাপ 10 Pa হলে এভারেস্ট পর্বতশৃঙ্গে, বায়ুমণ্ডলীয় চাপ কত?
পানির ঘনত্ব পারদের ঘনত্ব থেকে কত বেশি?
ব্যারোমিটারে পারদের উচ্চতা ধীরে ধীরে বাড়লে নীচের কোনটি ঘটবে?
উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলীয় চাপ কী হয়?
স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। এটি কার সূত্র?
কোনো বস্তুর ভর m, আপেক্ষিক তাপ S এবং তাপধারণ ক্ষমতা C হলে নিচের কোনটি সঠিক?
জলীয়বাষ্পের আপেক্ষিক তাপ কত Jkg-1 K-1?
আপেক্ষিক তাপ কোনটির সবচেয়ে কম?
সুপ্ততাপ পরিবর্তন ঘটায় কোনটির?
সীসার আপেক্ষিক তাপ কত?
নিঃশ্বাসের শব্দের পরিমাণ কোনটি?
মশার পাখার শব্দ কোনটি?
তরঙ্গের ক্ষেত্রে-
i. বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করেনা
ii. কণার স্পন্দন গতির ফলে সৃষ্টি হয়
iii. প্রতিসরণ ঘটে
নিচের কোনটি সঠিক?
শব্দের ক্ষেত্রে প্রযোজ্য-
i. কম্পাঙ্কের একক Hz
ii. তীক্ষ্ণতার একক Hz
iii. তীব্রতার একক Wm-2
একটি স্প্রিং এর এক প্রান্ত দৃঢ় অবলম্বনের সাথে ঝুলিয়ে অপর মাথায় একটি বস্তু যুক্ত করে দুলতে দিলে তার গতি হবে-
i. সরলরৈখিক গতি
ii. স্পন্দন গতি
iii. পর্যাবৃত্ত গতি
উপরের কোনটি সঠিক?
গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের-
সর্বদা অবাস্তব বিম্ব গঠন হয়-
বিন্দু লক্ষ্যবস্তু -
উপরের চিত্রের তথ্যের আলোকে কোনটি সঠিক?
অবতল আয়নায় একটি বস্তু ফোকাস দূরত্বের বাইরে রাখলে প্রতিবিম্বটি কেমন হবে?
বিম্বের আকার বস্তুর তুলনায় বড় হলে বিবর্ধনের মান হবে?
স্বাভাবিক চোখের দূর বিন্দু হচ্ছে-
একজন শিশুর স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত
চোখের কোথায় কোন বস্তুর উল্টো প্রতিবিম্ব গঠিত হয়?
উত্তল লেন্সের সামনে ফোকাস দূরত্বের বাইরে কোনো বস্তু রাখলে কেমন প্রতিবিম্ব গঠিত হবে?
রেটিনায় বাস্তব ও উল্টা প্রতিবিম্ব গঠিত হলে ও মস্তিষ্কের বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আমরা বস্তুক দেখি-
কোন তড়িৎ ক্ষেত্রে 15 C এর একটি চার্জ স্থাপন করলে সেটি 150 N বল লাভ করে। ঐ ক্ষেত্রে 5 C চার্জ স্থাপন করলে কত বল লাভ করবে?
কোন তড়িৎ ক্ষেত্রে 10 কুলম্বের একটি আহিত বন্ধু স্থাপন করলে 10 N বল লাভ করে। ঐ বিন্দুতে 15 কুলম্বের একটি আহিত স্থাপন করলে বলের মান কত?
5 C থেকে 50 cm দূরবর্তী কোনো বিন্দুতে তড়িৎক্ষেত্রের তীব্রতা কত?
কোনটির দিক ব্যাখ্যার জন্য তড়িৎ বলরেখা ব্যবহৃত হয়?
কোন পরিবাহীর মধ্য দিয়ে 5s এ 30C আধান পরিবাহিত হয়।
পরিবাহীর মধ্যদিয়ে কি পরিমাণ আধান প্রবাহিত হবে?
পরিবাহীর মধ্য দিয়ে ক'ত সময়ে 15A তড়িৎ প্রবাহিত হবে?
বর্তনীর k1, k2 চাবিদ্বয় বন্ধ অবস্থায় তুল্যবোধ কত?
k2 খোলা এবং k1 বন্ধ অবস্থায়-
i. বর্তনীর তুল্য রোধ বৃদ্ধি পায়
ii. বর্তনীর প্রবাহ মাত্রা কমবে
iii. ভোল্টমিটার V এর মান কমবে
বর্তনীর A ও B বিন্দুর মধ্যবর্তী রোেধ কত?
ট্রান্সফর্মারের কোন অংশে তড়িৎ প্রবাহ প্রয়োগ করা হয়?
পর্যাবৃত্ত উচ্চ বিভবকে পর্যাবৃত্ত নিম্ন বিভবে রূপান্তর করা যায় কোন যন্ত্রের সাহায্যে?
একটি আরোহী ট্রান্সফরমারের ক্ষেত্রে কোনটি সঠিক?
স্টেপ আপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে কোনটি সঠিক?
একটি আরোহী ট্রান্সফর্মারে মুখ্য কুন্ডলীর তুলনায় গৌণ কুন্ডলীতে নিচের কোনটির মান কম পাওয়া যায়?
কোনটি অর্ধপরিবাহী নয়?
সিলিকনের সাথে বোরন যোগ করলে কোন ধরনের অর্ধপরিবাহী তৈরি হয়?
P-type এর ফলে কী সৃষ্টি হয়?
সিলিকনের সাথে কি যোগ করলে n টাইপ অর্ধ-পরিবাহী তৈরি করা হয়?
অর্ধপরিবাহী ডায়োডকে কি বলে?
অপারেশনের যন্ত্রপাতি রোেগ জীবাণুমুক্ত করা হয়-
কোন গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধির জন্য আয়োডিন 131 ব্যবহার হয়?
গ্ল্যান্ডের অস্বাভাবিক বৃদ্ধিজনিত রোগের চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়?
কোন আইসোটোপের সাহায্যে ব্রেন, লিভার, প্লীহা এবং হাড়ের ইমেজিং সম্পন্ন করা হয়?
কোনগুলো একটি নির্দিষ্ট মৌলের রূপভেদ?
Read more
আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।
or
Don't have an account? Register
Lorem ipsum dolor, sit amet consectetur adipisicing elit. Ducimus nihil, quo, quis minus aspernatur expedita, incidunt facilis aliquid inventore voluptate dolores accusantium laborum labore a dolorum dolore omnis qui? Consequuntur sed facilis repellendus corrupti amet in quibusdam ducimus illo autem, a praesentium.
1 hour ago