পাইপ ফিটিংস (Pipe Fittings) (৮.৪)

এসএসসি(ভোকেশনাল) - ফার্ম মেশিনারি-১ প্রথম পত্র (নবম শ্রেণি) | - | NCTB BOOK

পাইপের ফিটিং বা সংযোজন কাজে বিভিন্ন রকম যন্ত্রাংশ ব্যবহার করা হয়। পাইপ দিয়ে সেচ কাজ এবং বাসা-বাড়ি, অফিস, শিল্পকারখানা ইত্যাদিতে পানি সরবরাহ লাইনে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ বা কানেক্টর লাগানো থাকে, এ গুলোকে এক কথায় পাইপ ফিটিংস বলে। পাইপ ফিটিংস প্রধানত দুই প্রকার যেমন- 
১. পাইপ সংযোগকারী ফিটিংস। 
২. পানির প্রবাহ নিয়ন্ত্রণকারী ফিটিংস।

পাইপ সংযোগকারী ফিটিংস : 
সেচ কাজে এবং বাসা-বাড়ি, অফিস, শিল্প-কারখানা ইত্যাদিতে পানি সরবরাহ পাইপ সংযোজনের ক্ষেত্রে যে সব যন্ত্রাংশ বা কানেক্টর ব্যবহার করা হয় তাদেরকে একত্রে পাইপ সংযোগকারী ফিটিংস বলে। পাইপ সংযোগকারী ফিটিংসসমূহের নাম চিত্রসহ নিচে উল্লেখ করা হলো :

১. প্লেইন সফেট (Socket) 
২. রিডিউসিং সকেট (Reducing Socket) 
৩. সুসম টি-সকেট (T Socket) 
৪. অসম টি- সকেট (T Socket) 
৫. ক্রস সকেট (Cross Socket) 
৬. এলবো সকেট (Elbow Socket) 
৭. ইউনিয়ন সকেট (Union Socket) 
৮. নিপল (Nipple)
৯. বেন্ড (Bend) 
১০.ফ্লেঞ্জ (Flange) 
১১. প্লাগ (Plug)

পানির প্রবাহ নিয়ন্ত্রণকারী ফিটিংস : 
সেচ কাজে এবং বাসা-বাড়ি, আলি, শিল্প-কারখানা ইত্যাদিতে পানি সরবরাহ লাইনে পানির প্রবাহ নিম্ননের জন্য যে সব যন্ত্রাংশ বা কানেক্টর ব্যবহার করা হয় তাদেরকে একত্রে পানির প্রবাহ নিয়ন্ত্রণকারী ফিটিংস বলে।

নিজে পানির প্রবাহ নিয়ন্ত্রনকারী ফিটিংসসমূহের নাম দেওয়া হলো- 
১. ওয়াটার ট্যাপ। 
২. স্টপ কর। 
৩. বল কক্‌ বা ফ্লোট ও ভালভ 
৪. চেক ভা 
৫. পেট ভালভ 
৬. ফুট ভালভ

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion