পাম্পের প্রাইমিং পদ্ধতি (Priming of Pump (১১.৮)

এসএসসি(ভোকেশনাল) - ফার্ম মেশিনারি-১ প্রথম পত্র (নবম শ্রেণি) | - | NCTB BOOK

আগেই বলা হয়েছ, সেন্ট্রিফিউগ্যাল পাম্পের মূল কার্য পদ্ধতি হচ্ছে নিম্নচাপ বা ঋণাত্মক চাপ (Negative Pressure) এর মাধ্যমে পানিকে টেনে উত্তোলন করা। অন্যভাবে বলা যায়, এ পদ্ধতিতে পানিকে চোষণ বা সাকশন (Suction) এর মাধ্যমে উত্তোলন করা হয়। এ জন্য পানির স্থিতিশীল স্তর ও পাম্পের মাঝে কোনো বায়ু শূন্যতার সৃষ্টি হলে পানি উত্তোলন করা সম্ভব নয়। তাই সেন্ট্রিফিউগ্যাল পাম্পের পানি উত্তোলনের পূর্ব শর্ত হচ্ছে ভলিউট কেসিং এবং সাকশন পাইপ পানি দ্বারা ভর্তি থাকতে হবে। অন্যথায় পানি উত্তোলন করা সম্ভব হবে না। কারণ, সাকশন পাইপে বা সাকশন সাইডে বাতাস ঢুকে পানি গুণ্যতার সৃষ্টি হলে অথবা কোথাও লিক থাকলে নিম্নচাপ বা ঋণাত্মক চাপ কার্যকরী হবে না এবং পাম্পে পানি উঠবে না। এ জন্য পাম্প চালু করার আগে পাম্পের ডব্লিউট কেসিংসহ সাকশন পাইপ পানি দ্বারা ভর্তি করে রাখা, যাতে সেন্ট্রিফিউগ্যাল ফোর্সের মাধ্যমে নিম্নচাপ বা ঋণাত্মক চাপ কার্যকরী হয়। এভাবে পাম্প চালু করার আগে পাম্পের ভলিউট কেসিংসহ সাকশন পাইপ পানি দ্বারা ভর্তি করে রাখাকেই প্রাইমিং। (Priming) বলা হয় ।

জেট পাম্প বা সেক্ষ প্রাইমিং পাম্পের কার্য প্রণালি (Working Principle of Jet Pump / Self- Priming Pump):

প্রাইমিং হচেছ পাম্প কেসিং ও সাকশন পাইপ পানি দিয়ে এমনভাবে পূর্ণ করা যাতে পাম্প, ডলিউট চেম্বার ও সাকশন লাইনে কোনো বাতাস না থাকে। পাম্প চালু করার আগে সাধারণত পাম্পে পানি ঢেলে পূর্ণ করে প্রাইমিং করতে হয়। কিন্তু কিছু কিছু পাম্পে এমন ব্যবস্থা থাকে যাতে প্রতিবার চালু করার আগে এভাবে প্রাইমিং করার দরকার হয় না। এ ধরণের পাম্পে স্বয়ংক্রিয় প্রাইমিং ব্যবস্থা থাকে। এ ধরনের পাম্পকে সেফ প্রাইমিং পাম্প বলে। জেট পাম্পে সেলফ-প্রাইমিং ব্যবস্থা থাকে বলে আমাদের দেশে গৃহকাজে ব্যবহৃত বহুতল ভবনে পানি উত্তলনের জন্য সাধারণত এই পাম্প ব্যবহার করা হয়ে থাকে। এ ধরনের পাম্পে সেলফ-প্রাইমিং-এর জন্য পাম্প কেসিং- এর সাথে অতিরিক্ত প্রাইমিং কেস বা চেম্বার থাকে। এই চেম্বারে পানি ঢেলে পূর্ণ করার জন্য একটা ইনলেট থাকে । পানি দিয়ে পূর্ণ করার পর এই ইনলেট ঢাকনি বা পাগ দিয়ে বন্ধ করে রাখতে হয়। পাশের চিত্রে সেল্‌ফ প্রাইমিং পাম্পের গঠন দেখানো হলো। কৃষি ক্ষেত্রে সেচ কাজে ব্যবহৃত শক্তি চালিত পাম্পের সাকশন পাইপের শেষ প্রান্তে ফুট ভালভ ব্যবহার করে সেলফ প্রইমিং-এর ব্যবস্থা করা হয়। সেল্‌ফ প্রাইমিং-এর জন্য সাকশন লাইনে একটা চেকভালভ থাকা জরুরী। প্রাইমিং পোর্ট দিয়ে পানি ঢেলে পূর্ণ করে ইনলেট পোর্ট বন্ধ করার পর যখন পাম্প চালু করা হয়, তখন ইম্পেলার ঘূর্ণনের ফলে পানি ইম্পেলার আই দিয়ে প্রবেশ করে ডেলিভারি পাইপ দিয়ে বের হয়ে যায়। এ সময় সাকশন লাইনে নিম্নচাপের সৃষ্টি হওয়ায় চেকভালভ খুলে সাকশন পাইপ দিয়ে পানি পাম্পে প্রবেশ করতে থাকে। এভাবে অনবরত পানি প্রবাহ বজায় থাকে। পাম্প যখন বন্ধ করা হয় তখন, চেক ভাব বন্ধ হয়ে যায় এবং পাম্পের ভিতরের পানি সাকশন পাইপ দিয়ে পিছন দিকে নেমে যেতে পারে না। ফলে পাম্প কেসিং, সাকশন লাইন এবং ডেলিভারি পাইপের মুখ পর্যন্ত পানি ভর্তি থাকে। ফলে পরবর্তী সময় পাম্প চালু করার আগে আর পাম্প প্রাইমিং করার দরকার হয় না। অগভীর নলকুপে প্রাইমিং করার জন্য পাম্প সংলগ্ন ডেলিভারি লাইনে হস্তচালিত চাপকল সংযুক্ত থাকে। এই পাম্প চেপে পাম্প পানি ভর্তি করে প্রাইমিং করা হয়।

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion