প্যাকেজ প্রোগ্রাম | কাস্টমাইজড প্রোগ্রাম |
---|---|
১. বাণিজ্যিকভাবে তৈরিকৃত এ ধরনের সফটওয়্যারে ব্যবহারকারীর প্রয়োজনীয় সাধারণ নির্দেশাবলি দেয়া থাকে। | ১ চাহিদা অনুযায়ী ব্যবহারকারী নিজে অথবা কোনো সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান কর্তৃক তৈরিকৃত সফটওয়্যার। |
২. পরবর্তীতে চাহিদা মোতাবেক পরিবর্তন করার সুযোগ থাকে না। | ২. পরবর্তীতে চাহিদা মোতাবেক পরিবর্তন করার সুযোগ থাকে। |
৩. অপারেশন করার জন্য অনেক অপারেটর পাওয়া যায়। | ৩. অপারেশন করার জন্য পূর্ব থেকে জানা অপারেটর পাওয়া যায় না। |
৪. দৈনন্দিন সাধারণ সব সমস্যার সমাধান করার জন্য এ প্রোগ্রাম ব্যবহার করা হয় । | ৪. দৈনন্দিন সাধারণ কাজের চেয়ে ব্যতিক্রম কাজের জন্য নিজস্ব চাহিদা অনুযায়ী তৈরি করে এ প্রোগ্রাম ব্যবহার করা হয়। |
৫. তুলনামূলকভাবে মূল্য কম। | ৫. তুলনামূলকভাবে মূল্য বেশি । |
Read more