প্রথম চালু হয়

- সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী | - | NCTB BOOK
  • প্রথম তথ্য কমিশন গঠিত হয়- ২০০৯ সালে।
  • ব্যালট পেপারে ভোটের বিধান- নবম জাতীয় সংসদ নির্বাচনে।
  • বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে ডাচ্ বাংলা ব্যাংক (২০১১)।
  • প্রথম ১০০০ টাকার নোট চালু ২০০৮ সালে।
  • প্রথম দশমিক মুদ্রা চালু- ১৯৬১ সালে।
  • প্রথম বাংলা একাডেমি পুরস্কার চালু - ১৯৬০ সালে।
  • বাংলা একাডেমি বইমেলা চালু - ১৯৭৮ সালে।
  • প্রথম সামাজিক বনায়ন কর্মসুচী চালু- ১৯৮১ সালে, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
  • প্রথম নোট চালু ১৯৭২ সালে।
  • প্রথম বিমান চালু - ১৯৭২ সালে।
  • প্রথম কর ন্যায়পাল কার্যক্রম চালু - ২০০৬ সালে।
  • প্রথম স্বাধীন বিচার বিভাগের যাত্রা- ২০০৭ সালে।
  • প্রথম জাতীয় জন্ম নিবন্ধন চালু - ২০০৭ সালে।
  • প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষিত - ১৯৯২ সালে।
  • প্রথম অর্থনৈতিক জরিপ চালু - ১৯৮৬ সালে ।
  • প্রথম জাতীয় বননীতি ঘোষিত হয়- ১৯৭২ সালে।
  • প্রথম রঙ্গিন টেলিভিশন চালু - ১৯৮০ সালে।
  • প্রথম মূল্য সংযোজন কর দিবস চালু হয়- ১৯৯১ সালে ।
  • প্রথম মুক্তবাজার অর্থনীতি চালু হয়- ১৯৯১ সালে।
  • প্রথম বিদ্যুৎ বাতির প্রচলন- ১৯০১ সালে (আহসান মঞ্জিল)।
  • প্রথম খাদ্যের বিনিময়ে শিক্ষা চালু- ১৯৯৩ সালে।
  • প্রথম বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু- ১৯৯২ সালে।
  • প্রথম ডাকটিকিট চালু- ১৯৭১ সালে ।
  • প্রথম নারী ট্রাফিক চালু- ২০১০ সালে।
common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion