পারদর্শিতার মানদন্ডঃ
১. স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা (পিপিই) পরিধান করা;
২. প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা;
৩. কাজের প্রয়োজন অনুযায়ী সফটওয়্যার নির্বাচন ও সংগ্রহ করা;
৪. কাজ করার নিমিত্ত কম্পিউটার অন করা;
৫. আমরা অটোক্যাড বা সলিডওয়ার্ক সফটওয়্যার নির্বাচন করি।
৬.কাজ শেষে কম্পিউটার অফ করা;
৭. অব্যবহৃত মালামাল নির্ধারিত স্থানে সংরক্ষণ করা;
৮. কাজ শেষে ল্যাব এর নিয়ম অনুযায়ী কাজের স্থান পরিষ্কার করা;
৯. কাজ শেষে চেক লিষ্ট অনুযায়ী মালামাল জমাদান করা;
ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (PPE)
প্রয়োজনীয় যন্ত্রপাতি (Required Instruments)
প্রয়োজনীয় মালামাল (Required Materials )
কাজের ধাপ (Working Procedure )
মাষ্টার ক্যামে সিস্টেম প্যারামিটার সমূহ : মাষ্টার ক্যামে নির্দিষ্ট ধরণের ডিফল্ট প্যারামিটার রয়েছে যা পরিচালানার জন্য উন্নত ও বিশেষ কনফিগারেশন রয়েছে । নিন্মে এ সম্পর্কে বিশদ আলোচনা করা হল।
মাল্টি এক্সিস টুলপথ : মাষ্টার ক্যাম ডিফল্ট অবস্থায় হার্ড-কোডেড মাল্টি এক্সিস টুলপাথ রয়েছে এবং এর সূত্র বা ফরমুলা গুলো ডিফল্ট ফাইলে সংরক্ষণ করা থাকে না।
হাইস্পিড সারফেস টুলপথ :
টুলের উপর ভিত্তি করে উচ্চ গতির সারফেস টুলপাথের জন্য কাটিং এবং লিঙ্কিং প্যারামিটার নির্বাচন করা হয়। ডিফল্ট ফাইলে ডিফল্ট মান সংরক্ষণ থাকে। তুমি একটি টুল নির্বাচন করার সাথে সাথে অনেক ডিফল্ট মান ওভাররাইট হয়ে যাবে। উক্ত মান যাহাতে পরিবর্তন না হয় তার জন্য নিন্মলিখিত ধাপ অনুসরণ কর।
১। ফিড ও স্পীড : মাষ্টার ক্যামে ডিফল্ট ফিড ও স্পীড রেইট থাকে। তুমি ডিফল্ট ফিড ও স্পীড রেইট নির্বাচন কর।
২। কুলেন্ট : যে কোনো অপারেশনের জন্য ও প্রত্যেকটি মেশিনে সংজ্ঞায়িত করা আছে। তুমি যদি কুলেন্ট এর ডিফল্ট মানগুলি পরিবর্তন করতে চাও তাহলে সাবধানে কাষ্টমাইজ করতে পার।
৩।বিবিধ ভেল্যু : মাষ্টারক্যাম তোমাকে নিজস্ব কাস্টম ভেরিয়েবল করার সুযোগ আছে। বিবিধ ভেল্যু ডায়ালগ বক্সে টুলপাথ তৈরি করার সময় উক্ত ভেরিয়েবলগুলির মান পরিবর্তন করা যায়।
স্টক সেট-আপ করা ।
স্টক সেটআপ এর মাধ্যমে লেদ অপারেশন করার সময় কোন জব লেদ মেশিনের চাক, ক্লিয়ারেন্স ও জবের দৈর্ঘ্য নিয়ে কি পরিমান ওয়ার্কপিচের দৈর্ঘ্য হবে তা নির্ধারন করা হয়।
সতর্কতা (Precausion)
অর্জিত দক্ষতাঃ CAM প্রোগ্রাম দিয়ে ৩টি ডিজাইন করার দক্ষতা অর্জন করা।
অর্জিত দক্ষতা বাস্তব জীবনে যথাযথ প্রয়োগ সম্ভব হবে।
Read more