জব নং২- ফাইল ওপেন করা, ফোল্ডার তৈরি করা, কপি করা এবং সেভ করার দক্ষতা অর্জন করা ।
পারদর্শিতার মানদন্ডঃ
১. স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা (পিপিই) পরিধান করা;
২. প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা;
৩. কাজের প্রয়োজন অনুযায়ী টুলস, ম্যাটেরিয়াল ও ইকুইপমেন্ট নির্বাচন ও সংগ্রহ করা;
৪. কাজ করার নিমিত্ত কম্পিউটার অন করা; কাজ শেষে কম্পিউটার অফ করা;
৫. কাজ শেষে ল্যাব এর নিয়ম অনুযায়ী কাজের স্থান পরিষ্কার করা;
৬. অব্যবহৃত মালামাল নির্ধারিত স্থানে সংরক্ষণ করা;
৭. কাজ শেষে চেক লিষ্ট অনুযায়ী মালামাল জমা দেওয়া
ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (PPE)
কাজের ধাপ (Working Procedure)
• প্রয়োজনীয় পিপিই নির্বাচন করে সংগ্রহ করব এবং পরিধান করবো।
• সঠিক নিয়মে কম্পিউটার অন করবো।
• ডেস্কটপে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। তবে নিম্নের মতন একটি ক্ষিন আসবে।
• এখান থেকে নিউ বাটনে ক্লিক করে ফো⇒ার বাটনে ক্লিক করবো।
• তাহলে আমাদের ফোল্ডারটি তৈরি হয়ে যাবে।
• ফোল্ডার ওপেন করার জন্য নির্দিষ্ট ফোল্ডারের উপর মাউসের রাইট বাটন ক্লিক করবো।
• এর নির্দিষ্ট মেনুবার থেকে ওপেন বাটনে ক্লিক করলে ফাইলটি ওপেন হবে।
সতর্কতা (Precaution)
• কাজের সময় মাস্ক ব্যবহার করবো।
• সঠিক নিয়মে বসবো ।
• কাজের সময় কম্পিউটার থেকে সঠিক দূরত্ব বজায় রেখে বসবো।
• এন্টি স্টাটিক রিস্ট স্ট্রান্স পরবো ।
• ল্যাবে পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা আছে কিনা দেখে নিব
• বৈদ্যুতিক নিরাপত্তার দিকে খেয়াল রাখব।
অর্জিত দক্ষতাঃ ফাইল ওপেন করা, ফোল্ডার তৈরি করা, কপি করা এবং সেড করার দক্ষতা অর্জন করা। অর্জিত জ্ঞান বাস্তব জীবনে যথাযথ প্রয়োগ সম্ভব হবে।
Read more