ফার্ম মেশিনারি শপে ব্যবহৃত টুলস এর শ্রেণি বিভাগ বা শ্রেণি বিন্যাস (Classification Tools of Farm Machinery Shop) (৩.২)

এসএসসি(ভোকেশনাল) - ফার্ম মেশিনারি-১ প্রথম পত্র (নবম শ্রেণি) | - | NCTB BOOK

টুলস এর শ্রেণি বিন্যাস (Classification of Tools)
একটা ফার্মাগে নানা ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয়। মেশিনারি ফিটিং-এর কাজে, মেটাল শিটের বিভিন্ন কাজে এবং অন্য যন্ত্রের সহায়ক হিসেবে ব্যবহৃত টুলসসমূহকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করা যেতে পারে। যেমন- 
ক) হ্যাভ টুলস বা যৌগিক হাত বয় ( Hand Toals) 
খ) মেজারিং টুলল বা পরিমাপক নয় (Measuring Tools) 
গ) মার্কিং টুলস বা চিহ্নিতকরণ বন্ধ (Marking off tools/ Layout Tools) 
ঘ) কাটিং টুলস বা কাটার যন্ত্রপাতি (Cutting Tools) 
ঙ) টেস্টিং টুলস বা পরীক্ষা করার যন্ত্র (Testing Tools)

উপরের প্রতিটি শ্রেণির টুলুদের প্রকারের নাম নিম্নে উল্লেখ করা হলো :

ক. হ্যান্ড টুলস (Hand Tools) :-
যে সব যন্ত্রপাতি হাত দিয়ে ব্যবহার করা হয় সেগুলোকেই সাধারণত হাত যত্ন বা হ্যান্ড টুলস বলা হয়ে থাকে। কোনো যন্ত্র বা মেশিনারি ফিটিং-এর কাজে, মেটাল লিটেরা বিভিন্ন কালে এবং অন্য যন্ত্রের সহারক হিসেবে সাধারণত মৌলিক হাত যত্ন বা বেসিক হ্যান্ড টুলস (Basic Hand Tools) ব্যবহার করা হয়ে থাকে। ফার্মশপে যে সব হ্যান্ড টুলস ব্যবহার করা হয় নিচে সে ধরনের কিছু টুলস এর নাম উল্লেখ করা হলো :

খ. মেজারিং টুলস বা পরিমাপক যন্ত্র (Measuring Tools) 
যেসব ডিভাইস বা যন্ত্র দিয়ে কোনো করে বা যন্ত্রাংশের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ন্যাস ইত্যাদি বিভিন্ন প্রকার মাপ গ্রহণ করা হয় বা পরিমাণ পাঠ করার কাজে ব্যবহার করা হয় তাকে পরিমাপক যন্ত্রপাতি বা মেজারিং টুলস বা ইনট্রুমেন্ট ? বলা হয় । ফার্মশপে বিভিন্ন পরিমাপক কাজে ব্যবহৃত কিছু যন্ত্রপাতির নাম নিম্নে উল্লেখ করা হলো ।

খ. মার্কিং টুলস বা চিহ্ন य (Marking tools / Layout Tools) 
কোনো ধাতব খঙ বা মেটাল পিট দ্বারা কোনো কার্য নয় বা ওয়ার্ক পিস তৈরি করতে হলে অথবা একাধিক শিট মেটাল জোড়া দিতে হলে কাজ শুরু করার আগে ধাত বা শিট মেটালের উপরিভাগে মাপ বা নকশা (Drawing) মোতাবেক কাজগুলো রেখা টেনে চিহ্নিত করে নিতে হয়। এভাবে রেখা টেনে বা চিহ্নিত করে নেয়াকে লেয়িং আউট (Laying out) বা লে-আউট (Layout) বলে। এভাবে লে-আউট করার জন্য যে সব যন্ত্রপাতি হ্যান্ড টুলস ব্যবহার করা হয় তার একটা তালিকা নিম্নে উল্লেখ করা হলো :

ঘ. কাটিং টুলস বা কাটার যন্ত্রপাতি (Cutting Tools ) 
যে সব ডিভাইস বা যন্ত্র দিয়ে কোনো ধাতব বস্তু কাটা, নির্দিষ্ট আকার প্রদান করা হয় বা ক্ষর করার কাজে ব্যবহার করা হয় তাকে কাটার যন্ত্রপাতি বা কাটিং টুলস বা ইনস্ট্রুমেন্ট বলা হয় । ধাতু কাটার কাজে ব্যবহৃত কিছু যন্ত্রপাতির নাম নিম্নে উল্লেখ করা হলো :

ঙ. টেস্টিং বা ক্ষণ করার যন্ত্র (Testing Tools) 
কোনো ধাতব খণ্ড বা মেটাল শিট দ্বারা কোনো কার্য বস্তু বা ওয়ার্ক পিস তৈরি করার পর তা নকশা (Drawing) বা মাণ মোতাবেক সঠিক হলো কিনা তা পরীক্ষা করার প্রয়োজন হয়। যেসব যন্ত্র বা টুলস্‌ দ্বারা এ কাজ করা হয়। তাকে পরীক্ষা করার যন্ত্র বা টেস্টিং টুল বলা হয়। এ কাজে যেসব যন্ত্রপাকি হ্যাভ টুলস ব্যবহার করা হয় তার একটা তালিকা নিম্নে উল্লেখ করা হলো :

common.content_added_and_updated_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion