মাইক্রোসফট উইন্ডোজ ও ওপেনসোর্স ভিত্তিক লিনাক্স উভয়ই বর্তমানে অত্যন্ত জনপ্রিয় অপারেটিং সিস্টেম।
যদিও বিশ্বজুড়ে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ব্যবহারকারী সংখ্যা বেশি। সেই তুলনায় লিনাক্স বেশ পিছিয়ে। তবে কিছু কিছু সুবিধার কারণে ধীরে ধীরে লিনাক্স-এর ব্যবহারকারীর সংখ্যা ঈর্ষণীয় পর্যায়ে বৃদ্ধি পাচ্ছে। লিনাক্সের প্রতি সবার আগ্রহও দিনে দিনে বাড়ছে। নিম্নে এদের কিছু সুবিধা ও তুলনামূলক বৈশিষ্ট্য উল্লেখ করা হলো-
বিষয় | উইন্ডোজ | লিনাক্স |
---|---|---|
লাইসেন্স ও দাম | উইন্ডোজ অপারেটিং সিস্টেমের লাইসেন্স ক্রয় করে ব্যবহার করতে হয়। লাইসেন্স এ উল্লিখিত সংখ্যক কম্পিউটার এর চেয়ে বেশি ব্যবহার করা সম্ভব নয়। | লিনাক্স কার্ণেল ভিত্তিক অপারেটিং সিস্টেম। এটি ওপেন সোর্স অর্থাৎ বিনামূল্যে এটি ব্যবহার ও বিতরন করতে পারা যাবে। |
নিরাপত্তা ও তথ্যের গোপনীয়তা | উইন্ডোজ তাদের সার্ভিস এর উন্নতির জন্য কাস্টামারের বিভিন্ন তথ্য নিয়মিত জানা- অজানায় নিয়ে থাকে। | লিনাক্সে এমন কোনো সমস্যা নেই । |
কাস্টমাউজ সুযোগ | উইন্ডোজ-এ চাইলেও নিজের মতো করে কাস্টমাইজেশন করতে পারা যায় না। | লিনাক্স অপারেটিং সিস্টেম নিজের মনের মতো করে কাস্টমাইজও করে নেওয়া যায়। |
সমস্যায় সাপোর্ট কমিউনিটি | উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাপোর্ট স্টাফ রয়েছে যারা যে কোনো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করে। | লিনাক্সে রয়েছে সারা বিশ্বের অসংখ্য স্বেচ্ছাসেবক যারা সর্বদা যে কোনো সমস্যায় সমাধান দিতে প্রস্তুত। |
হুমকি এবং সমস্যা | উইন্ডোজ সর্বাধিক ব্যবহৃত OS। হ্যাকার, স্প্যামারগুলো প্রায়শই উইন্ডোজকে টার্গেট করে। ফলে এখানে নিরাপত্তা কম। | লিনাক্স উইন্ডোজের চেয়ে অনেক স্থিতিশীল এবং সুরক্ষিত। এখানে নিরাপত্তা বেশি। |
নির্ভরযোগ্যতা | নির্ভরযোগ্যতা কম। | নির্ভরযোগ্যতা বেশি। |
Read more