সারফেস ফিনিশের পরিভাষার মধ্যে উল্লেখযোগ্য হলো- রাফনেস, রাফনেস উচ্চতা, রাফনেস উইথ, তরঙ্গ, মেশিনিংফিনিশ, মেশিনিংসিম্বল, গে এবং রে ডিরেকশন ইত্যাদি।
সারফেস রাফনেস(Surface Ronghness)
অনয়িমতি ভলের গঠন কাঠামোর পরিমাপকে সারফসে রাফনসে বলে। উৎপাদন প্রক্ৰয়িায় মেশিনিং করার প্রয়োজন পড়ে। কাটিং টুলরে গঠনরে জন্য সারফসে রাফনসে তৈরী হয়। সারফমে রাফনেসের কিছু পরিভাষা নিচে উল্লখে করে চিত্রের সাহায্যে দখোনো হয়েছে।
২. রাফনেস উচ্চতা (Roughness Height)
একটি তরঙ্গের নিচু তল থেকে উঁচু তলের উলম্ব দর্ঘ্যৈক রাফনসে উচ্চতা ৰলে ।
৩. রাফনসে উইথ (Roughness Width) এক তরঙ্গ থেকে পার্শ্ববর্তী তরঙ্গের দুরুত্বকে রাফনসে উইথ বলে ৷
৪. তরশতা (Waviness ) : তলের গঠন কাঠামো তরঙ্গের মতো উঁচু নীচু হলে তাকে ভরপতা বা ইংরেজিতে Waviness বলে।
৩.৩৫ সারফেস ফিনিস এর বিভিন্ন প্রতীক
মেশিনিং ফিনিশ (Machining Finish)
যে সমস্ত যন্ত্রাংশ ঢালাই, মোল্ডিং অথবা ফোর্জিং করে তৈরি সেগুলো প্রায়শঃ মেশিনিং করার প্রয়োজন পড়ে। মেশিনের সাহায্য নিয়ে ভিন্ন ভিন্ন উপায়ে মেশিনিং করে তলের ফিনিশিং করা হয়। কি প্রক্রিয়ায় কোন ধরনের টুলস দ্বারা মেশিনিং করা হবে তার উপায় মেশিনিং ফিনিশ নির্ভর করে।
মেশিনিং সিখন (Machining Symbol)
১) সারফেস ফিনিশের মূল সিম্বল হিসেবে ৬০ নভি কোন একটি বিন্দুতে বিপরীত মুখে অবস্থিত অসম দৈর্ঘ্যের দুটি সরল রেখা দ্বারা বুঝানো হয়েছে।
২) মেশিনিং-এ মেটিরিয়াল অপসারনের প্রয়োজন হলে ফুল সিম্বলের সাথে একটি বার যুক্ত করা হয়।
৩) মেটিরিয়াল অপসারণের অনুমতি না থাকলে মূল সিম্বলের সাথে একটি বৃত্ত সংযোজন করা হয়।
৪) বিশেষ বৈশিষ্ঠ্যের সারফেস ফিনিশ এর প্রয়োজন হলে লম্বা লাইনের সাথে আর একটি অনুভুমিক লাইন যুক্ত করা হয়।
শ্রেণির তাত্ত্বিক কাজ
ড্রাফটিং ওয়ার্কশপে তোমরা নিরাপত্তাজনিত কোন কাজে সচরাচর ব্যবহার্য্য কী ধরনের সেফটি ইকুইপমেন্ট ব্যবহারে ব্যবস্থা নিবে তা ছকে লিখ (একটি কাজে ব্যবহৃত সেফটি ইকুইপমেন্ট এর নাম উল্লেখ করা হলো)-
Read more