ব্যাংক ও ব্যাংকিং-এর মধ্যে পার্থক্য

এইচএসসি (বিএমটি) ভোকেশনাল - ফিন্যান্সিয়াল কাস্টমার সার্ভিসেস-১ ব্যাংক এবং ব্যাংক হিসাব খোলা ও পরিচালনা | - | NCTB BOOK
ব্যাংকব্যাংকিং
ব্যাংকের আভিধানিক অর্থ ব্যাংকিং (Banking) হলো অধিকোষ বা ধনভান্ডার ।ব্যাংকিং-এর আভিধানিক অর্থ হলো ব্যাংকের কার্যাবলি।
জনগণের কাছ থেকে অর্থ আমানত।হিসেবে গ্রহণ করা, ঋণ দেওয়া, ঋণ আমানত সৃষ্টি ও অন্যান্য অর্থনৈতিক কার্যাবলি সম্পাদনকারী প্রতিষ্ঠানকে ব্যাংক বলে।ব্যাংক তার উদ্দেশ্য অর্জনের জন্য যেসব কাজ সম্পাদন করে তাকে ব্যাংকিং বলে।
আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকের | একটি নিজস্ব আইনগত সত্তা আছে।ব্যাংকিং হলো ব্যাংকের কার্যাবলির সমষ্টি তাই এর কোনো আইনগত সত্তা নেই।
আর্থিক সফলতাই ব্যাংকের উদ্দেশ্য।সুষ্ঠুভাবে অর্থনৈতিক কার্যাবলি সম্পাদন | করাই ব্যাংকিং-এর মূল উদ্দেশ্য।
ব্যাংক অর্থ নিয়ে ব্যবসায় করে।ব্যাংকিং অর্থসংক্রান্ত কাজ সম্পাদন করে।
ব্যাংকের কাজের জন্য ব্যাংকাররা দায়ী হয়।ব্যাংকিং-এর যাবতীয় দায় ব্যাংকের।
ব্যাংকের সাফল্য নির্ভর করে দক্ষ ব্যাংকিং ব্যবস্থার ওপর।ব্যাংকিং-এর সাফল্য নির্ভর করে ব্যাংকের দক্ষ প্রশাসনের ওপর।
ব্যাংকারদের উদ্যোগ ও প্রচেষ্টার ফসল হচ্ছে ব্যাংক। অর্থাৎ, ব্যাংকার হলো ব্যাংকের জন্মদাতা।ব্যাংক পরিচালনা ও ব্যবস্থাপনার সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যে কার্যাবলি সম্পন্ন করেন, তাই ব্যাংকিং ।

▪️জেনে রাখো

চিত্র : বিভিন্ন যুগের ব্যাংক ব্যবস্থা
common.content_added_and_updated_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion