রেচনতন্ত্র (Excretory System)

- সাধারণ বিজ্ঞান জীব বিজ্ঞান | - | NCTB BOOK

রেচনতন্ত্র (Excretory System)

যে শরীরবৃত্তীয় প্রক্রিয়ায় প্রাণিকোষে বিপাকের ফলে সৃষ্ট নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থ (ইউরিয়া, ইউরিক এসিড, ক্রিয়েটিনিন) দেহ থেকে দ্রুত ও নিয়মিত নিষ্কাশিত হয়, তাকে রেচন বলে। বৃক্ক (Kidney), ইউরেটার (Ureter), মূত্রথলি (Urethra) নিয়ে রেচনতন্ত্র গঠিত রেচনতন্ত্রের মাধ্যমেই ৮০% রেচনপদার্থ নিষ্কাশিত হয়। বাকি ২০% রেচন পদার্থ অন্যান্য অঙ্গের মাধ্যমে নিষ্কাশি হয়। মানবদেহের প্রধান রেচন অঙ্গ বৃক্ক বা কিডনি। পূর্ণবয়স্ক মানুষের কিডনির ওজন ১৫০ গ্রাম। বৃক্কের কার্যকরী একক বলা হয় নেফ্রন। মানুষের প্রত্যেক বৃক্ক ১০-১২ লক্ষ নেফ্রন রয়েছে। বৃক্কে মূত্র তৈরি হয়। একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন ১৫০০ মিলি. মূএ ত্যাগ করে।

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion