রেফ্রিজারেশন ইউনিটের ইলেকট্রিক কম্পোনেন্ট টেস্ট করা (জব ১)

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ প্রথম পত্র (নবম শ্রেণি) | - | NCTB BOOK

পারদর্শিতার মানদন্ড

  • স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা (পিপিই) পরিধান করা
  • প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা 
  • রেফ্রিজারেশন ইউনিট হতে ইনট্রুমেন্ট বিচ্ছিন্ন করার জন্য নির্ধারিত সতর্কতা অবলম্বন করা 
  • ইউনিট হতে ইনট্রুমেন্ট বিচ্ছিন্ন করার জন্য ধারাবাহিকভাবে কাজ করা 
  • কম্পোনেন্টটি ইউনিট হতে সতর্কতার সহিত বিচ্ছিন্ন করার পর প্রয়োজনীয় টেষ্টের জন্য নির্ধারিত স্থানে স্থানান্তর করা
  • ইন্সট্রুমেন্ট পরীক্ষা ও প্রয়োজনীয় মেরামত কাজ সম্পন্ন করে কাজের ধারাবাহিকতা রক্ষা করে পুনঃস্থাপন করা
  • কাজ শেষে ওয়ার্কশপের নিয়ম অনুযায়ী কাজের স্থান পরিষ্কার করা
  • অব্যবহৃত মালামাল নির্ধারিত স্থানে সংরক্ষণ করা
  • ওয়েস্টেজ এবং স্ক্র্যাপ নির্ধারিত স্থানে ফেলা
  • কাজের শেষে চেক লিস্ট অনুযায়ী টুলস ও মালামাল জমা দেয়া

(ক)ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম

 

(খ) প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস, ইকুইপমেন্ট ও মেশিন)

 

(ঘ) কাজের ধারা

১. রেফ্রিজারেশন ইউনিটের ইলেকট্রিক কম্পোনেন্ট বিচ্ছিন্ন করো। 

২. ওয়ার্কিং টেবিলে সংগ্রহিত কম্পোনেন্ট সমূহ স্থানান্তর করো। 

৩. কোন কম্পোনেন্ট পরীক্ষা করতে কোন ধরণের মেজারিং টুলসের প্রয়োজন তা নির্ধারণ করো। 

৪. ইনফরমেশন শীট (৩.৩.৬) এ উল্লেখিত নিয়ম অনুয়ায়ী মেজারিং টুলসের সাহায্যে কম্পোনেন্ট পরীক্ষা করে ভাল ও নষ্ট কম্পোনেন্টকে আলাদা করো। 

৫. আলাদা করা নষ্ট কম্পোনেন্টের স্পেসিফিকেশন দেখে পরের পাতায় উল্লেখিত ছকটি পুরণ করো । 

৬. নষ্ট কম্পোনেন্টের পরিবর্তে নতুন কম্পোনেন্ট সংগ্রহ করো। 

৭. সঠিক নিয়মে রেফ্রিজারেশন ইউনিটে কম্পোনেন্ট সমূহকে পুনঃস্থাপন করো ।

 

শ্রেণির তাত্ত্বিক কাজ

রেফ্রিজারেটরের ধরণ-

কাজের সতর্কতা

  • অবশ্যই নিরাপত্তা মূলক সরঞ্জাম ব্যবহার করে কাজ করতে হবে 
  • কম্পোনেন্ট সমুহ বিচ্ছিন্ন করার আগে বৈদ্যুতিক লাইন বন্ধ আছে কিনা তা নিশ্চিত হতে হবে 
  • কাজটি করতে কোন প্রকার অসুবিধার সম্মুখীন হলে অবশ্যই শিক্ষক/ট্রেইনারকে জানাতে হবে

আত্মপ্রতিফলন 

রেফ্রিজারেশন ইউনিটের ইলেকট্রিক কম্পোনেন্ট সমুহের অবস্থান শনাক্ত করে বিচ্ছিন্ন করা এবং সেগুলো টেষ্ট করে পুনঃস্থাপন করার দক্ষতা অর্জিত হয়েছে/হয় নাই/আবার অনুশীলন করতে হবে।

 

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion