র্যাম (RAM) | রম (ROM) |
---|---|
১. রাম (RAM) এর পূর্ণনাম র্যানডম অ্যাকসেস মেমোরি (Random Access Memory)। | ১.রম (ROM) এর পূর্ণনাম রিড অনলি মেমোরি (Read Only Memory ) |
২. র্যামে ডেটা সংরক্ষণ এবং র্যাম থেকে ডেটা রিড (Read) সম্ভব। | ২. সাধারণত রমে একবারই স্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করা হয়। প্রয়োজনে যে কোনো সময় সংরক্ষিত ডেটা Read সম্ভব। তবে, পুনঃপুন ডেটা সংরক্ষণের সুবিধা সম্বলিত রমও রয়েছে। |
৩. র্যাম উদ্বায়ী বা অস্থায়ী মেমোরি। অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে র্যামে সংরক্ষিত ডেটা মুছে যায়। | ৩. রম উদ্বায়ী নয়। অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেও রমে সংরক্ষিত ডেটা মুছে যায় না। |
৪. চলমান (Active) প্রোগ্রাম এবং পুনঃপুন পরিবর্তনশীল ডেটা র্যামে সংরক্ষণ করা হয়। | ৪. সহজে পরিবর্তনের প্রয়োজন হয় না এমন ডেটা ও প্রোগ্রাম রমে সংরক্ষণ করা হয়ে থাকে। |
Read more