১. চাদর, মাফলার, পাঞ্জাবি, নেকটাই ইত্যাদি টিলা পোশাক পরিহার করা উচিত।
২. লেদে কাজ করার সময় সেফটি গগলস্ পরিধান করা উচিত।
৩. শক্ত তলা বিশিষ্ট জুতা পরিধান করা উচিত।
৪. অ্যাপ্রোন পরিধান করা উচিত।
৫. লেদ মেশিন পরিষ্কার পরিহা রাখা ও নিয়মিত তেল প্রদান করা উচিত।
৬. গার্ডসমূহ যথাস্থানে লাগিয়ে রাখা উচিত।
৭. চাক পরিবর্তন করার সময় যাতে পরে না যায় তজ্জন্য সতর্ক থাকা উচিত।
৮. ত্রুটিপূর্ণ মেশিন সইচ পরিহার করা উচিত ।
৯. ওয়ার্কপিস ও টুল উত্তমরুপে টাইট দেওয়া উচিত।
১০. ঢাকা টাইট দেওয়ায় পর চাক কী সরিয়ে নিরাপদ স্থানে রাখা উচিত ।
১১. হেডস্টকের উপর যন্ত্রপাতি রাখা উচিত নয় ।
১২. ওয়ার্কপিস দৃঢ়ভাবে বেঁধে হাই স্পিডে লেদ চালানো উচিত।
১৩. চালু অবস্থায় স্পীড পরিবর্তন করা উচিত নয় ।
১৪. চাক কী হ্যান্ডল বা অন্য কোনো লিভার হাতুড়ির আঘাতে টাইট দেওয়া উচিত নয় ।
১৫. লেদ সম্পূর্ণভাবে স্থির হবার পূর্বে হাতে চাক স্থির করার চেষ্টা করা উচিত নয় ।
১৬. লেপে ফাইলিং করার জন্য বাম হাতে ফাইল ধরা উচিত।
১৭. বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে মেশিন সুইচ অফ করা উচিত।
১৮. কাজের শেষে মেইন সুইচ অফ করা উচিত ।
১৯. কাজের প্রতি যত্নবান ও মনোযোগী হওয়া উচিত।
Read more