এটি একটি চাপ পরিমাপক যন্ত্র যা দিয়ে বায়ুমণ্ডলীয় চাপের নিচের চাপ পরিমাপ করা হয়। লো-প্রেশার পেজকে পানি বা পারদের সাথে তুলনা করে এর একক নির্ধারণ করা হয়। FPS (ফুট, পাউন্ড, সেকেন্ড) পদ্ধতিতে এর একক ইঞ্চি অব মারকারি in Hg। CGS (সেন্টি মিটার, গ্রাম, সেকেন্ড) পদ্ধতিতে সেন্টি মিটার অব মারকারি।