নিয়ন্ত্রণের দিক থেকে সুইচ দুই প্রকার-
১. হস্তচালিত সুইচ (Manual Switch): যেমন- সিলেক্টর সুইচ
২. স্বয়ংক্রিয় সুইচ (Automatic Switch): যেমন- থার্মোস্ট্যাট সুইচ
ব্যবহারের দিক থেকে সুইচ প্রধানত দুই প্রকার-
১. নাইফ সুইচ (Knife Switch)
২. টাম্বলার সুইচ (Tumbler Switch)
হস্ত চালিত সুইচ তিন প্রকার-
১. টোগল সুইচ (Togol Switch)
২. পুশবাটন সুইচ (Push Button Switch)
৩. রোটারি সুইচ (Rotary Switch)
নাইফ সুইচ দুই প্রকার-
১. স্লো-ব্রেক নাইফ সুইচ (Slow Break Knife Switch)
২. কুইক-ব্রেক নাইফ সুইচ (Quick Break Knife Switch)
পোলের উপর ভিত্তি করে সুইচ তিন প্রকার-
১. সিঙ্গেল পোল সুইচ (Single Pole Switch)
২. ডাবল পোল সুইচ (Double Pole Switch)
৩. ট্রিপল পোল সুইচ ( Triple Pole Switch)
থ্রো এর উপর ভিত্তি করে সুইচ তিন প্রকার
১. সিঙ্গেল থ্রো সুইচ (Single Through Switch)
২. ডাবল থ্রো সুইচ (Double Through Switch)
৩. ট্রিপল থ্রো সুইচ (Triple Through Switch)
ওয়ে এর উপর ভিত্তি করে সুইচ তিন প্রকার-
১. ওয়ান ওয়ে সুইচ (One Way Switch)
২. টু ওয়ে সুইচ (Two Way Switch)
৩. ইন্টারমিডিয়েট সুইচ (Intermediate Switch)
ব্রেকের উপর ভিত্তি করে সুইচ দুই প্রকার-
১. সিঙ্গেল ব্রেক সুইচ (Single Break Switch)
২. ডাবল ব্রেক সুইচ (Double Break Switch)
কার্যনীতির উপর ভিত্তি করে টাম্বলার সুইচ চার প্রকার-
১. SPST (Single Pole Single Through) সুইচ
২. SPDT (Single Pole Double Through) সুইচ
৩. DPST (Double Pole Single Through) সুইচ
৪. DPDT (Double Pole Double Through) সুইচ
রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-এ ব্যবহৃত সুইচের তালিকা-
মেইন সুইচ (Main Switch)
যে সুইচের সাহায্যে কোন বৈদ্যুতিক স্থাপনার সমগ্র সার্কিটকে এক সাথে নিয়ন্ত্রন করা যায়, তাকে মেইন সুইচ বলে। সাধারণত মেইন সুইচকে বাড়ির সিড়িঘরের নীচে অথবা গ্রাহকের নাগালের কাছাকাছি রাখা হয়, যেন সহজে বিপদের সময় মেইন সুইচকে অফ করা যায়। মেইন সুইচের ভোল্টেজের গ্রেড দুই রকম। নিম্ন চাপের জন্য ২৫০ ভোল্ট এবং মাঝারি চাপের জন্য ৫০০ ভোল্ট।
মেইন সুইচের শ্রেণীবিভাগ
১) I.C.D.P
২) IC.D.P.N
৩ ) I. C.T. P
8) I.C.T.P.N
মেইন সুইচের বিভিন্ন অংশ-