স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার নির্বাচন (৩.২.১)

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-২ প্রথম পত্র (নবম শ্রেণি) | - | NCTB BOOK

৩.২.১ স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার নির্বাচন

১. সর্বপ্রথম নির্মাতা কর্তৃক স্থাপন নির্দেশনা অনুসরণ করে স্থাপন করতে হবে । 

২. সঠিক বাতাস সঞ্চালনের উপযোগী স্থানে স্থাপন ৷ 

৩. সহজ সার্ভিসিং এর ব্যবস্থা । 

৪. যেন বাইরে পড়ে না যায় বা খুলে নিতে না পারে ৷ 

৫. যেন বাইরে থেকে ভেতরে ফেলে দিতে না পারে । 

৬. স্থাপন জনিত কারণের জন্য অধিক শব্দ না হয় ৷ 

৭. যেন পথচারীদের অসুবিধা না হয় । 

৮. যেন প্রতিবেশীদের অসুবিধা না হয় ।

 

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion