এসএসসি(ভোকেশনাল) -
রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১
দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) |
- | NCTB BOOK
এটি চাপ পরিমাপক যন্ত্র। সাধারণত বায়ুমণ্ডলীয় চাপের অধিক চাপ পরিমাপ করা হয়। FPS (ফুট, পাউন্ড, সেকেন্ড) পদ্ধতিতে এর একক PSI (পাউন্ড পার ক্ষয়ার ইঞ্চি) আবার CGS (সেন্টি মিটার, গ্রাম, সেকেন্ড) পদ্ধতিতে কেজি পার সেন্টি মিটার করার kg/cm2|