হ্যান্ড টুলস (৩.১.২)

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ প্রথম পত্র (নবম শ্রেণি) | - | NCTB BOOK

দৈহিক শক্তি প্রয়োগের মাধ্যমে কাজকে সহজ করার জন্য যে সকল টুলস ব্যবহার করা হয় তাকে হ্যান্ড টুলস বলে। হ্যান্ড টুলস ছাড়া কারিগরি কাজ করা সম্ভব নয়। ইঞ্জিনিয়ার বা দক্ষ টেকনিশিয়ানগণের নির্মাণ বা রক্ষণাবেক্ষণ কাজ করতে হ্যান্ড টুলস একান্ত প্রয়োজন ।

হ্যান্ড টুলসের ব্যবহার ক্ষেত্র 

কারখানা, গ্যারেজ, শিল্প প্রতিষ্ঠনে বিভিন্ন প্রকার কারিগরি কাজ (যেমন-যন্ত্রপাতি স্থাপন বা অবমুক্ত, মেরামত, পুনঃস্থাপন, যন্ত্রাংশ সংযোজন-বিয়োজন, ওভারহোলিং, সার্ভিসিং) করতে ব্যবহৃত হয়।

হ্যান্ড টুলসের ব্যবহার

  • কাটার জন্য 
  • ছিদ্র করার জন্য 
  • থ্রেড বা প্যাচ কাটার জন্য 
  • লিভার হিসাবে ব্যবহারের জন্য 
  • মসৃণ করার জন্য
  • গরম বা ধারালো জিনিস শক্ত করে ধরার জন্য 
  • পরিমাপ করার জন্য দাগাঙ্কন বা মার্কিং করার জন্য 
  • অন্য যন্ত্র পরিচালনার জন্য 
  • আঘাত করা বা বল প্রয়োগের জন্য 
  • পরিষ্কার পরিছন্ন করা সহ ইত্যাদি প্রয়োজনে হ্যান্ড টুলস ব্যবহার করা হয়

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion