মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ব্যবহৃত বিভিন্ন প্রকার যন্ত্র বা যন্ত্রাংশের ওয়ার্কিং ড্রয়িং সাধারন জনগন বোঝতে পারে না। এ সকল যন্ত্র বা যন্ত্রাংশকে সকলের নিকট উপস্থাপনের জন্য ৩টি ড্রয়িং করা হয়। গুড়ি মেকানিক্যাল কম্পোনেন্ট ড্রয়িং বা ড্রাফটিং এর সাহায্যে তী ব্লক, থ্রেড, বোল্ট, নাট, শ্যাফট, পুলি, রিভেট, পিয়ার, স্প্রিং ইত্যাদি অংকন করে উপস্থাপন করা যায়।
থ্রিডি মডেল তৈরি
স্টেপ ১। ভিউ টুলবার হতে ফ্রন্ট ভিউতে অথবা ডিউকিউব থেকে ফ্রন্ট ভিউ সিস্পেক্ট 2D অবজেক্ট অংকন করে করে নিম্নলিখিত থাপ অনুসরণ করো।
স্টেপ ২। নাটের বটম ভিউ (নীচের অংশ) ২ সিমি: ফিলেট করো।
স্টেপ ৩
অধ্যায় ১২. এ থ্রেড অংকন দেখানো হয়েছে। একই নিয়মানুসারে ফ্রন্ট ভিউতে একটি হেড বিহীন বোল্ট তৈরি করো।
স্পার গিরার অংকন
অধ্যায়-১২ এ আমরা কিভাবে ২ডি তে স্পার পীয়ার অংকন করা যায় এ সম্পর্কে আমরা শিখেছি। এ অধ্যায়ে আমরা কিভাবে ৩ডি ডে স্পার পীয়ার অংকন করা যায় তা শিখবো।