উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
গনি মিয়া একজন কৃষক। ইতোমধ্যে চাষাবাদ করে আর্থিক অবস্থার অনেক উন্নতি করেছে। একমাত্র ছেলের বিয়ে দেয়ার চিন্তা করার সঙ্গে সঙ্গে চারদিক থেকে অনেক প্রস্তাব আসতে শুরু করল। গ্রামের লোকজন ধরল ধুমধামের সঙ্গে বিয়ের উৎসব করার জন্য। আর এতে গনি মিয়াকে চড়া সুদে ধার করতে হলো মোটা অঙ্কের টাকা। একসময় সবকিছু হারিয়ে সে নিঃস্ব হয়ে যায়।

উদ্দীপকের গনি মিয়ার সঙ্গে ‘দেনাপাওনা' গল্পের রামসুন্দরের মিল হলো -i. অদূরদর্শী পরিকল্পনা ii. ঋণগ্রস্ত অবস্থা iii. সন্তানবাৎসল্য
নিচের কোনটি সঠিক ?

Created: 2 years ago | Updated: 1 month ago
Updated: 1 month ago
Vote Statistics
Option 1 : 1
Option 2 : 0
Option 3 : 1
Option 4 : 0
Please, contribute to add content.
Content
Promotion