or
Don't have an account? Register
কবিতাংশটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
‘গোধূলি লগনে জগদীশে স্মরণে
বিদায় লইব জনমের তরে
লুকাইব আমি সন্ধ্যার আঁধারে বাংলা মায়ের ক্রোড়ে
উদ্দীপকে ‘আবার আসিব ফিরে' কবিতার কোন দিকটি প্রকাশিত হয়েছে ?
উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি উদ্ভাসিত হয়েছে নিচের কোন চরণে ?
i. আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়
ii. হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে
iii. আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে
নিচের কোনটি সঠিক?
ধানসিঁড়ি কিসের নাম?
‘আবার আসিব ফিরে' কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
‘সারাদিন কেটে যাবে কলমির গন্ধভরা জলে ভেসে ভেসে – এখানে সারাদিন কেটে যাবে কার?