সিমা ও তার পরিবার তিস্তার পাড়ে বসবাস করত। কিন্তু এখন সেখানে শুধু পানি। জীবিকা নির্বাহের জন্য তার পরিবার ঢাকায় চলে গেছে। অপরদিকে মি. 'ক' একজন গরিব কৃষক। সাম্প্রতিককালে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় এবং 'অতিরিক্ত গরমে তার ফসল নষ্ট হয়ে গেছে।
সিমার পরিবার ঢাকা চলে গেছে কোন দুর্যোগের কারণে?