মানবতা, নৈতিকতাবোধ মুখ্য নয়- আমাদের দেশের শিক্ষিত সমাজের লোলুপদৃষ্টি আজ অর্থের ওপরেই নিবন্ধ হয়েছে। প্রায় নৈতিকতাবোধ বিবর্জিত এসব শিক্ষিত সমাজ অর্থের জন্য আত্মীয়তাকে ভুলে যাচ্ছে, ভাই ভাইকে ভুলে যাচ্ছে এবং বাবা-মাকেও ভুলতে আক্ষেপ করে না। এমনকি অর্থ উপার্জনের জন্য গর্হিত অপরাধ করতেও দ্বিধা করে না।
“তাই তারা সাহিত্যের বই ক্রয় করতে মোটেই আগ্রহী নয়। কিন্তু কারিগরি বিদ্যার বই তাদের চাই-ই চাই।” উদ্দীপকের এ উক্তিটিতে আলোচ্য প্রবন্ধের যে প্রসঙ্গগুলো অভিব্যক্ত হয়েছে
i. সাহিত্যের বইয়ে ব্যবসায়ের কোনো সুসার নেই
ii. কারিগরি বিদ্যার বই তাদের চাকরি পেতে সাহায্য করে
iii. বই পড়ার প্রতি অতি আগ্রহবোধ
নিচের কোনটি সঠিক?