রানা কিছুতেই ঘুমোবে না। মা বললেন, "এসো তোমাকে রূপকথার ঘুমন্ত রাজকন্যা আর পঙ্খিরাজ ঘোড়ার গল্প বলব।” রানা বলল, “আমি এসব শুনব না।” “ঘুমপাড়ানি গান শোনার এসো "এসব পচা, আমি শুনব না।” রানা টিভি ছেড়ে কার্টুন ছবি দেখতে বসল। মা দীর্ঘশ্বাস ছেড়ে স্বগত বললেন, "হায়, আধুনিক প্রযুক্তির অপ্রতিরোধ্য প্রভাব দিনকে দিন আমাদের অতীতের সঙ্গে সম্বন্দ্বের সকল শিকড় ছিঁড়ে দিচ্ছে।
'পল্লিসাহিত্য' প্রবন্ধের যে দিকটি উদ্দীপকে প্রকাশ পেয়েছে-
i. আধুনিক প্রযুক্তির প্রাদুর্ভাব
ii. অস্তিত্ব হারানের যন্ত্রণা
iii. আধুনিক সভ্যতার অবস্থা
কোনটি সঠিক?