যাহাই হউক আমি তোমাকে ক্ষমা করিলাম। কিন্তু যিনি সর্বসাক্ষী সর্বসময়, সর্বক্ষমার অধিকারী, তিনি তোমাকে ক্ষমা করিবেন কিন বলিতে পারি না; তথাপি তোমার মুক্তির জন্য সর্ব প্রযত্নে সেই মুক্তিদাতা নিকট পুনঃপুন প্রার্থনা করিব। যে পর্যন্ত তোমাকে মুক্ত করাইতে না পারিব সেই পর্যন্ত আমি স্বর্গের সোপানে পা রাখিব না।
উদ্দীপকটি কোন রচনার অংশবিশেষকে প্রতিনিধিত্ব করে?